Dhaka রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও বাড়ি ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে, রাত ১২টার দিকে র‌্যাব তাকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। সেই দুই মামলায় প্রধান আসামি করা হয় নায়েব আলী জোয়ার্দারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আবহাওয়া

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

প্রকাশের সময় : ১২:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও বাড়ি ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে, রাত ১২টার দিকে র‌্যাব তাকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। সেই দুই মামলায় প্রধান আসামি করা হয় নায়েব আলী জোয়ার্দারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।