Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে ১২ বছর ধরে সড়কের সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগে মানুষ

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও চলাচল করতে কষ্ট হচ্ছে। এই সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠছে।

এ পথে গ্রীণ সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদ্রাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। তবে উপজেলা এলজিইডি’র তথ্যানুযায়ী, এ সড়কটি ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংলগ্ন সড়ক নামে এলজিইডি’র তালিকাবদ্ধ। ৪৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এ সড়কটির আইডি নম্বর ৩৮৯৩৭৫০৮০।

এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২-১৩ সালে কার্পেটিং করে। এর মধ্যে পার হয়ে গেছে ১২ বছর। কিন্তু দীর্ঘদিন আর কোনো সংস্কার করা হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। সর্বশেষ গত তিন-চার মাসে এই পথে যাতায়াতকারী বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ঠিক মাঝ বরাবর পিচ থাকলেও দুই পাশের পিচ একেবারেই উঠে গেছে। কিছু দূরপরপর বড় বড় গর্ত। সেই গর্তগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ। আবার কোন কোন স্থানে সড়কের দুই পাশের মাটি সরে গেছে।

স্থানীয় স্কুল শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদাপানিতে একাকার হয়ে যায়। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে রয়েছে। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া বলেন, এ রাস্তাটি অনেক বছর যাবত সংস্কার করা হয়নি। ফলে আমরা রিকশা দিয়ে যাতায়াত করতে পারি না। আমি দ্রুত সময়ে মধ্যে এ রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু ১২ বছর পার হলেও এই রাস্তার দিকে কোনো নজর দেওয়া হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। আমি রাস্তাটির দ্রুত সংস্কার চাই।

ঝিনাইগাতী উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রুত সময়ে মধ্যে এ সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম রাসেল বলেন, এ সড়কটির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

ঝিনাইগাতীতে ১২ বছর ধরে সড়কের সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগে মানুষ

প্রকাশের সময় : ১২:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও চলাচল করতে কষ্ট হচ্ছে। এই সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠছে।

এ পথে গ্রীণ সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদ্রাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। তবে উপজেলা এলজিইডি’র তথ্যানুযায়ী, এ সড়কটি ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংলগ্ন সড়ক নামে এলজিইডি’র তালিকাবদ্ধ। ৪৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এ সড়কটির আইডি নম্বর ৩৮৯৩৭৫০৮০।

এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২-১৩ সালে কার্পেটিং করে। এর মধ্যে পার হয়ে গেছে ১২ বছর। কিন্তু দীর্ঘদিন আর কোনো সংস্কার করা হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। সর্বশেষ গত তিন-চার মাসে এই পথে যাতায়াতকারী বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ঠিক মাঝ বরাবর পিচ থাকলেও দুই পাশের পিচ একেবারেই উঠে গেছে। কিছু দূরপরপর বড় বড় গর্ত। সেই গর্তগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ। আবার কোন কোন স্থানে সড়কের দুই পাশের মাটি সরে গেছে।

স্থানীয় স্কুল শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদাপানিতে একাকার হয়ে যায়। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে রয়েছে। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া বলেন, এ রাস্তাটি অনেক বছর যাবত সংস্কার করা হয়নি। ফলে আমরা রিকশা দিয়ে যাতায়াত করতে পারি না। আমি দ্রুত সময়ে মধ্যে এ রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু ১২ বছর পার হলেও এই রাস্তার দিকে কোনো নজর দেওয়া হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে। আমি রাস্তাটির দ্রুত সংস্কার চাই।

ঝিনাইগাতী উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রুত সময়ে মধ্যে এ সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম রাসেল বলেন, এ সড়কটির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।