Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়ের কবলে পড়ে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের ছত্তিশগড় থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রোববার (১ জুন) বিকেলে ঝড়ের কবলে পড়ে। দিল্লিতে ধুলোঝড়ের সময় অবতরণের মুহূর্তে বিমানটি ভয়াবহ ঝাঁকুনির সম্মুখীন হয়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে তীব্র ঝড়ের মুখে পড়ে ফ্লাইটটি। প্রবল ঝাঁকুনির কারণে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে পুনরায় আকাশে তুলে নেন। কিছুক্ষণ আকাশে ঘোরার পর আবহাওয়া স্বাভাবিক হলে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটি।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানের যাত্রীরা চরম আতঙ্কে পড়েন। বিমানের ভেতরের দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ঝাঁকুনির সময় পাইলটের সতর্ক ঘোষণাও শোনা যায়।

ভেতরে থাকা যাত্রীরা জানান, বিমানটি প্রবল ঝাঁকুনিতে দুলছিল এবং পাইলট বারবার আবহাওয়ার সতর্কতা জানাচ্ছিলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার।

এদিকে দেড় সপ্তাহ আগে (২১ মে) শিলাবৃষ্টির মধ্যে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমানের সামনের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে।

এনআই আরও জানায়, রোববার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দিল্লিগামী অন্তত চারটি বিমানের রুট পরিবর্তন করতে হয়। ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৬ কিলোমিটার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ঝড়ের কবলে পড়ে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট

প্রকাশের সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের ছত্তিশগড় থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রোববার (১ জুন) বিকেলে ঝড়ের কবলে পড়ে। দিল্লিতে ধুলোঝড়ের সময় অবতরণের মুহূর্তে বিমানটি ভয়াবহ ঝাঁকুনির সম্মুখীন হয়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে তীব্র ঝড়ের মুখে পড়ে ফ্লাইটটি। প্রবল ঝাঁকুনির কারণে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে পুনরায় আকাশে তুলে নেন। কিছুক্ষণ আকাশে ঘোরার পর আবহাওয়া স্বাভাবিক হলে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটি।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানের যাত্রীরা চরম আতঙ্কে পড়েন। বিমানের ভেতরের দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ঝাঁকুনির সময় পাইলটের সতর্ক ঘোষণাও শোনা যায়।

ভেতরে থাকা যাত্রীরা জানান, বিমানটি প্রবল ঝাঁকুনিতে দুলছিল এবং পাইলট বারবার আবহাওয়ার সতর্কতা জানাচ্ছিলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার।

এদিকে দেড় সপ্তাহ আগে (২১ মে) শিলাবৃষ্টির মধ্যে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমানের সামনের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে।

এনআই আরও জানায়, রোববার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দিল্লিগামী অন্তত চারটি বিমানের রুট পরিবর্তন করতে হয়। ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৬ কিলোমিটার।