Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেলের নতুন দামে ক্ষুব্ধ ক্রেতারা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ১৮২ জন দেখেছেন

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন- এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা করে কমে বিক্রি হচ্ছে। লিটারে সর্বোচ্চ ৪৬ টাকা বাড়ানোর তিন সপ্তাহ পর মাত্র ৫ টাকা কমানোয় অসন্তুষ্ট ক্রেতারা। দাম বৃদ্ধির তুলনায় কমানোর হারকে অযৌক্তিক এবং এতে পরিবহন, নিত্যপণ্যের বাজার দর ও জীবনযাত্রায় কোন পরিবর্তন আসবে না বলে মনে করেন তারা।

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে জ্বালানি তেলে দাম একসঙ্গে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে সরকার। তাতে কৃষিকাজ ও পরিবহনে বেশি ব্যবহার হয় যে ডিজেল তার দাম একলাফে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা হয়েছিল। এখন ৫ টাকা কমে প্রতি লিটার ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। কেরোসিন পেট্রোল ও অকটেনেও লিটার প্রতি পাঁচ টাকা কমিয়েছে সরকার। মঙ্গলবার পেট্রোল পাম্পগুলোতে তেল কিনতে গিয়ে তাই ক্ষোভ ঝড়ে পড়লো ক্রেতাদের কণ্ঠে।

দাম বৃদ্ধির তুলনায় এই কমানোর হারকে অযৌক্তিক মনে করছেন ক্রেতারা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।

রোববার রাজস্ব বোর্ড ডিজেল আমদানিতে আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পর সোমবার রাতে চার লিটারে ৫ টাকা করে দাম কমায় জ্বালানি বিভাগ। গত ৬ই আগস্ট লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

জ্বালানি তেলের নতুন দামে ক্ষুব্ধ ক্রেতারা

প্রকাশের সময় : ০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন- এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা করে কমে বিক্রি হচ্ছে। লিটারে সর্বোচ্চ ৪৬ টাকা বাড়ানোর তিন সপ্তাহ পর মাত্র ৫ টাকা কমানোয় অসন্তুষ্ট ক্রেতারা। দাম বৃদ্ধির তুলনায় কমানোর হারকে অযৌক্তিক এবং এতে পরিবহন, নিত্যপণ্যের বাজার দর ও জীবনযাত্রায় কোন পরিবর্তন আসবে না বলে মনে করেন তারা।

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে জ্বালানি তেলে দাম একসঙ্গে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে সরকার। তাতে কৃষিকাজ ও পরিবহনে বেশি ব্যবহার হয় যে ডিজেল তার দাম একলাফে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা হয়েছিল। এখন ৫ টাকা কমে প্রতি লিটার ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। কেরোসিন পেট্রোল ও অকটেনেও লিটার প্রতি পাঁচ টাকা কমিয়েছে সরকার। মঙ্গলবার পেট্রোল পাম্পগুলোতে তেল কিনতে গিয়ে তাই ক্ষোভ ঝড়ে পড়লো ক্রেতাদের কণ্ঠে।

দাম বৃদ্ধির তুলনায় এই কমানোর হারকে অযৌক্তিক মনে করছেন ক্রেতারা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।

রোববার রাজস্ব বোর্ড ডিজেল আমদানিতে আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পর সোমবার রাতে চার লিটারে ৫ টাকা করে দাম কমায় জ্বালানি বিভাগ। গত ৬ই আগস্ট লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছিল।