Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না : নাহিদ ইসলাম

পিরোজপুর জেলা প্রতিনিধি : 

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘুম, নির্যাতন, দখলদারিত্ব, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা আর সহ্য করব না। একটা গণ-অভ্যুত্থানের পরেও আমরা আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না।

নাহিদ বলেন, জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল পরবর্তীতে সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক সকল ধরনের নাগরিকেরা এ আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল। সেদিন সময় সাহসী সন্তানেরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। গত ১৬ বছরে ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল। শেখ হাসিনার সরকার গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, এমন কোনো অপকর্ম নেই যা তারা করে নাই। তিন তিনবার এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাই মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল।

‘শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয় পুলিশসহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল এই জুলুমের পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।’

এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছি। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি এই সরকারকে আমরা সহযোগিতা করি, দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সে আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, দ্রুত নির্বাচন চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু আমরা বলেছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে আপনারা যারা নেমে ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎসতম ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় যাব।

তিনি আরো বলেন, একটা গণঅভ্যুত্থানের পরে পিরোজপুরসহ দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজ মাদক কারবারি থাকবে, এটা আমরা বিশ্বাস করি নাই। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। আপনারা দেখেছেন আজকে ঢাকায় কীভাবে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা এসেছি আপনাদের কাছে, দেশ গড়ার আহ্বান নিয়ে, শহীদের রক্তে মূল্য শোধ করার আহ্বান নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শহীদদের বাস্তবায়নের দাবি নিয়ে। ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকটা জেলায় যাব, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের এ কার্যক্রম চলবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন। তাদের খোঁজখবর নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৪:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

পিরোজপুর জেলা প্রতিনিধি : 

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘুম, নির্যাতন, দখলদারিত্ব, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা আর সহ্য করব না। একটা গণ-অভ্যুত্থানের পরেও আমরা আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না।

নাহিদ বলেন, জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল পরবর্তীতে সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক সকল ধরনের নাগরিকেরা এ আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল। সেদিন সময় সাহসী সন্তানেরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। গত ১৬ বছরে ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল। শেখ হাসিনার সরকার গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, এমন কোনো অপকর্ম নেই যা তারা করে নাই। তিন তিনবার এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাই মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল।

‘শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয় পুলিশসহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল এই জুলুমের পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।’

এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছি। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি এই সরকারকে আমরা সহযোগিতা করি, দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সে আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, দ্রুত নির্বাচন চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু আমরা বলেছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে আপনারা যারা নেমে ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎসতম ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় যাব।

তিনি আরো বলেন, একটা গণঅভ্যুত্থানের পরে পিরোজপুরসহ দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজ মাদক কারবারি থাকবে, এটা আমরা বিশ্বাস করি নাই। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। আপনারা দেখেছেন আজকে ঢাকায় কীভাবে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা এসেছি আপনাদের কাছে, দেশ গড়ার আহ্বান নিয়ে, শহীদের রক্তে মূল্য শোধ করার আহ্বান নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শহীদদের বাস্তবায়নের দাবি নিয়ে। ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকটা জেলায় যাব, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের এ কার্যক্রম চলবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন। তাদের খোঁজখবর নেন।