Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নেপালি নিরাপত্তাকর্মী এবং আরেকজন বন্দুকধারী হামলাকারী। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে।

এসপিএ জানায়, জেদ্দায় কনস্যুলেট ভবনের সামনে সশস্ত্র এক ব্যক্তি তার গাড়ি পার্ক করে। পরে সে বন্দুক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা তাকে থামানোর চেষ্টা করলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। গুলি বিনিময়ের সময় একজন নেপালি নিরাপত্তারক্ষী আহত হন। পরে তার মৃত্যু হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গুলিতে এক নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি কনস্যুলেটের বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্য ছিলেন।

এসপিএ আরও জানায়, সশস্ত্র লোকটি কনস্যুলেট ভবনের কাছে একটি গাড়ি পার্ক করেছিলেন। তারপর বন্দুক হাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন।

মক্কা অঞ্চলের পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

জেদ্দায় মার্কিন কনস্যুলেট ২০০৪ সালেও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেদিন পাঁচ ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ভবনের ভেতর ঢুকে পড়ে।

ওই হামলায় ভবনের বাইরে সৌদির চার নিরাপত্তাকর্মী এবং ভেতরে আরও পাঁচ কর্মী প্রাণ হারান। শোনা যায়, ওই সময় কনস্যুলেটের ভেতর ১৮ জন কর্মী ও ভিসা আবেদনকারীকে সাময়িক জিম্মি করে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পাঁচ হামলাকারীর তিনজন নিহত হন। বাকি দুজনও গুরুতর আহত হন। ওই হামলায় জড়িত থাকার দায়ে ২০১৩ সালে একজনকে মৃত্যুদণ্ড এবং আরও ১৯ জনকে ২৫ বছরের কারাদণ্ড দেন সৌদির আদালত। ভয়াবহ সেই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল-কায়েদাকে দায়ী করা হয়। সূত্র: আরব নিউজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২

প্রকাশের সময় : ০৯:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নেপালি নিরাপত্তাকর্মী এবং আরেকজন বন্দুকধারী হামলাকারী। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে।

এসপিএ জানায়, জেদ্দায় কনস্যুলেট ভবনের সামনে সশস্ত্র এক ব্যক্তি তার গাড়ি পার্ক করে। পরে সে বন্দুক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা তাকে থামানোর চেষ্টা করলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। গুলি বিনিময়ের সময় একজন নেপালি নিরাপত্তারক্ষী আহত হন। পরে তার মৃত্যু হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গুলিতে এক নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি কনস্যুলেটের বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্য ছিলেন।

এসপিএ আরও জানায়, সশস্ত্র লোকটি কনস্যুলেট ভবনের কাছে একটি গাড়ি পার্ক করেছিলেন। তারপর বন্দুক হাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন।

মক্কা অঞ্চলের পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

জেদ্দায় মার্কিন কনস্যুলেট ২০০৪ সালেও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেদিন পাঁচ ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ভবনের ভেতর ঢুকে পড়ে।

ওই হামলায় ভবনের বাইরে সৌদির চার নিরাপত্তাকর্মী এবং ভেতরে আরও পাঁচ কর্মী প্রাণ হারান। শোনা যায়, ওই সময় কনস্যুলেটের ভেতর ১৮ জন কর্মী ও ভিসা আবেদনকারীকে সাময়িক জিম্মি করে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পাঁচ হামলাকারীর তিনজন নিহত হন। বাকি দুজনও গুরুতর আহত হন। ওই হামলায় জড়িত থাকার দায়ে ২০১৩ সালে একজনকে মৃত্যুদণ্ড এবং আরও ১৯ জনকে ২৫ বছরের কারাদণ্ড দেন সৌদির আদালত। ভয়াবহ সেই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল-কায়েদাকে দায়ী করা হয়। সূত্র: আরব নিউজ।