Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুয়া খেলে ১০ লাখ ইউরো হারিয়েছেন নেইমার!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নেইমার। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে শেষ লেগ খেলতে পারেননি, মিস করেছেন জাতীয় দলের হয়ে মরক্কোর বিপক্ষে ম্যাচও। এর মধ্যেই ব্রাজিল স্থানীয় সময় গত সোমবার নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম ‘গ্লোবো’। চোট কারণে চলতি মৌসুমটা শেষ হয়ে গেছে পিএসজির তারকা নেইমার জুনিয়রের। তাই নিজেকে ব্যস্ত রাখতে অনলাইনে সময় কাটাচ্ছেন এই তারকা। তাছাড়া বাড়িতে বসে জুয়া খেলে সময় কাটাচ্ছেন ব্রাজিলের এই পোস্টার বয়। তবে জুয়া খেলে ১০ লাখ ইউরো খুইয়েছেন নেইমার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫ কোটি ৭৬ লাখ টাকা। সেই হারের কথা নিজেই জানিয়েছেন নেইমার।

তবে ‘গ্লোবো’ জানায়, নেইমার সত্যিই জুয়া খেলে ১০ লাখ ইউরো হারেননি। এটা ছিল অনলাইন বেটিং প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। নেইমারের প্রতিনিধি ‘গ্লোবো’কে জানিয়েছেন, এ সব লাইভে প্রচারণার কৌশল মাত্র। নেইমার সেখানে অর্থলগ্নি করেননি।

https://twitter.com/i/status/1640814232764547075

এছাড়া গ্লোবো আরও জানায়, প্রচারণার এ কৌশলের কারণ হলো, অনলাইনে জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও যে হারতে পারেন, সাধারণ মানুষকে তা বোঝানো। নেইমার অনলাইন গেমিং অপারেটর ব্লেজের দূত হিসেবে স্ট্রিমার হিসেবে কাজ করছেন। তবে জুয়ার সাথে তার প্রেমের সম্পর্ক ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন ধরে জুজু এর ভক্ত ছিলেন এবং বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট এবং ইভেন্টেও অংশগ্রহণ করেছেন।

এদিকে এমন বিজ্ঞাপন প্রচারের কিছুক্ষণ পরই নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর নানান টুইট করা হয় তার হ্যাক করা অ্যাকাউন্ট থেকে। যদিও কিছুক্ষণের মধ্যে তা ডিলিট করে দেয়া হয়। পরে বিভিন্ন গণমাধ্যম জানায়, ব্রাজিলিয়ান হ্যাকার ‘জেস্তি৬৪’ নেইমারের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন। এর আগেই ব্রাজিলের নানান ফুটবলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এভারটন রিবেইরো, ডিয়েগো রিবাস ও রোদিনেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

জুয়া খেলে ১০ লাখ ইউরো হারিয়েছেন নেইমার!

প্রকাশের সময় : ০৪:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নেইমার। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে শেষ লেগ খেলতে পারেননি, মিস করেছেন জাতীয় দলের হয়ে মরক্কোর বিপক্ষে ম্যাচও। এর মধ্যেই ব্রাজিল স্থানীয় সময় গত সোমবার নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম ‘গ্লোবো’। চোট কারণে চলতি মৌসুমটা শেষ হয়ে গেছে পিএসজির তারকা নেইমার জুনিয়রের। তাই নিজেকে ব্যস্ত রাখতে অনলাইনে সময় কাটাচ্ছেন এই তারকা। তাছাড়া বাড়িতে বসে জুয়া খেলে সময় কাটাচ্ছেন ব্রাজিলের এই পোস্টার বয়। তবে জুয়া খেলে ১০ লাখ ইউরো খুইয়েছেন নেইমার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫ কোটি ৭৬ লাখ টাকা। সেই হারের কথা নিজেই জানিয়েছেন নেইমার।

তবে ‘গ্লোবো’ জানায়, নেইমার সত্যিই জুয়া খেলে ১০ লাখ ইউরো হারেননি। এটা ছিল অনলাইন বেটিং প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। নেইমারের প্রতিনিধি ‘গ্লোবো’কে জানিয়েছেন, এ সব লাইভে প্রচারণার কৌশল মাত্র। নেইমার সেখানে অর্থলগ্নি করেননি।

https://twitter.com/i/status/1640814232764547075

এছাড়া গ্লোবো আরও জানায়, প্রচারণার এ কৌশলের কারণ হলো, অনলাইনে জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও যে হারতে পারেন, সাধারণ মানুষকে তা বোঝানো। নেইমার অনলাইন গেমিং অপারেটর ব্লেজের দূত হিসেবে স্ট্রিমার হিসেবে কাজ করছেন। তবে জুয়ার সাথে তার প্রেমের সম্পর্ক ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন ধরে জুজু এর ভক্ত ছিলেন এবং বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট এবং ইভেন্টেও অংশগ্রহণ করেছেন।

এদিকে এমন বিজ্ঞাপন প্রচারের কিছুক্ষণ পরই নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর নানান টুইট করা হয় তার হ্যাক করা অ্যাকাউন্ট থেকে। যদিও কিছুক্ষণের মধ্যে তা ডিলিট করে দেয়া হয়। পরে বিভিন্ন গণমাধ্যম জানায়, ব্রাজিলিয়ান হ্যাকার ‘জেস্তি৬৪’ নেইমারের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন। এর আগেই ব্রাজিলের নানান ফুটবলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এভারটন রিবেইরো, ডিয়েগো রিবাস ও রোদিনেই।