Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা হাসান

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

জুলাই অভ্যুত্থানের চেতনা ও সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কারের গুরুত্ব তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। ক্ষমতায় ভারসাম্য এনে এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যদি আমরা এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি, তাহলে দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার চর্চায় যে বাধাগুলো রয়েছে, তা চিরতরে দূর হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণদের যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল এবং পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা ছিল— এ গণভোটের মাধ্যমেই আমরা সেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করতে পারব।

উপদেষ্টা বলেন, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাব, আপনারা গণভোটে অংশ নিন। দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার করুন। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান রেখে গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে সিল দিন।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডিতে ক্যামেরা লাগানো থাকবে। যাতে করে সেখানে অঘটন ঘটানোর আগেও অপরাধীরা চিন্তা করে, অথবা যদি ঘটিয়েও ফেলে তারপরে আমরা ব্যবস্থা নিতে পারবো।

তিনি আরও বলেন, গণভোটের সময় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আজও নির্দেশনা এসেছে আবারও অভিযান চালিয়ে লুট হয়ে যাওয়া অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সব বিষয়ে আমরা সজাগ আছি। এবার আমাদের একটু বাড়তি সতর্কতা থাকতে হবে। কারণ গত ১৬টা বছর যারা শাসন করে গেছে তাদের প্রত্যেকটি পর্যায়ে লোকজন রয়ে গেছে। কারণ সেতো একা একা অপশাসন করতে পারে নাই, সে তার লোকজন সৃষ্টি করেই অপশাসন করে গেছে। পতিত স্বৈরাচারের দোসররা যে ভীতিটা ছড়াচ্ছেন এই ভীতির ফাঁদে আমরা পা দেবো না। আমরা সরকারের পক্ষ থেকে সজাগ আছি।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার বিচারের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটা চার্জশিট দিয়েছি। আদালত থেকে সেটাকে আর একটু পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে না। শহীদ ওসমান হাদির খুব বড় কোনো রাজনৈতিক দল ছিল না। তবে তার রাজনৈতিক দর্শন ছিল। সে শহীদ হওয়ার পর ১২ লক্ষ মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। এর অর্থ হচ্ছে এই দেশের মানুষ তার হত্যাকাণ্ডকে যেমন না বলেছে, তেমনই তাদের উপস্থিতির মাধ্যমে বিচারের দাবি জোরদার করেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাদ আল ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ফারহানা রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ রাজবাড়ীর জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশের সময় : ১০:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

জুলাই অভ্যুত্থানের চেতনা ও সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কারের গুরুত্ব তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। ক্ষমতায় ভারসাম্য এনে এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যদি আমরা এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি, তাহলে দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার চর্চায় যে বাধাগুলো রয়েছে, তা চিরতরে দূর হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণদের যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল এবং পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা ছিল— এ গণভোটের মাধ্যমেই আমরা সেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করতে পারব।

উপদেষ্টা বলেন, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাব, আপনারা গণভোটে অংশ নিন। দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার করুন। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান রেখে গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে সিল দিন।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডিতে ক্যামেরা লাগানো থাকবে। যাতে করে সেখানে অঘটন ঘটানোর আগেও অপরাধীরা চিন্তা করে, অথবা যদি ঘটিয়েও ফেলে তারপরে আমরা ব্যবস্থা নিতে পারবো।

তিনি আরও বলেন, গণভোটের সময় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আজও নির্দেশনা এসেছে আবারও অভিযান চালিয়ে লুট হয়ে যাওয়া অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সব বিষয়ে আমরা সজাগ আছি। এবার আমাদের একটু বাড়তি সতর্কতা থাকতে হবে। কারণ গত ১৬টা বছর যারা শাসন করে গেছে তাদের প্রত্যেকটি পর্যায়ে লোকজন রয়ে গেছে। কারণ সেতো একা একা অপশাসন করতে পারে নাই, সে তার লোকজন সৃষ্টি করেই অপশাসন করে গেছে। পতিত স্বৈরাচারের দোসররা যে ভীতিটা ছড়াচ্ছেন এই ভীতির ফাঁদে আমরা পা দেবো না। আমরা সরকারের পক্ষ থেকে সজাগ আছি।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার বিচারের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটা চার্জশিট দিয়েছি। আদালত থেকে সেটাকে আর একটু পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে না। শহীদ ওসমান হাদির খুব বড় কোনো রাজনৈতিক দল ছিল না। তবে তার রাজনৈতিক দর্শন ছিল। সে শহীদ হওয়ার পর ১২ লক্ষ মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। এর অর্থ হচ্ছে এই দেশের মানুষ তার হত্যাকাণ্ডকে যেমন না বলেছে, তেমনই তাদের উপস্থিতির মাধ্যমে বিচারের দাবি জোরদার করেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাদ আল ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ফারহানা রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ রাজবাড়ীর জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।