Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পটুয়াখালীতে এবি পার্টির চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন উপস্থিত সবাই।

বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

আলোচনা শেষে প্রদর্শিত চিত্রসমূহ ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা এবং স্থানীয় নেতাকর্মীরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই ২৪ যেন ৭১-এর মতো চেতনার ব্যবসায় পরিণত না হয়। বরং জুলাই থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বাস্তবতা হবে আওয়ামী লীগের মতো। আর যারা নিজেদের পরিবর্তন করে নতুন বাংলাদেশের জন্য কাজ করবেন, তারা জনগণের কাছে সমাদৃত হবেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজ থাকলেও নেই রাস্তা, ভোগান্তি চরমে

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পটুয়াখালীতে এবি পার্টির চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন উপস্থিত সবাই।

বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

আলোচনা শেষে প্রদর্শিত চিত্রসমূহ ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা এবং স্থানীয় নেতাকর্মীরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই ২৪ যেন ৭১-এর মতো চেতনার ব্যবসায় পরিণত না হয়। বরং জুলাই থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বাস্তবতা হবে আওয়ামী লীগের মতো। আর যারা নিজেদের পরিবর্তন করে নতুন বাংলাদেশের জন্য কাজ করবেন, তারা জনগণের কাছে সমাদৃত হবেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।