নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় একটি জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- স্থানীয় রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু। তিনি ওই ইউনিয়নের কলসহাটি গ্রামের বাসিন্দা এবং গ্রেফতার অপর ব্যক্তি আব্দুল কুদ্দুছ একই এলাকার বাসিন্দা।
রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী (৬৬) বলেন, শুনেছি প্রায়শই ওখানে জুয়া খেলা হত। এমনকি আটক সাধারণ সম্পাদক ১৫-২০ দিন আগেও পুলিশকে জানিয়েছিল। আজকে সেনাবাহিনীর সদস্যরা এসে বাবলুসহ দুই জনকে ধরে নিয়ে গেছে। জুয়ার আসর সম্পর্কে সেনাসদস্যরা আমাকেও বিভিন্ন প্রশ্ন করেছেন।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, ‘ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু এবং আব্দুল কুদ্দুসকে আটক করেছে সেনাবাহিনী ও কেন্দুয়া থানা পুলিশ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সঙ্গে ছিলেন। আটক দুইজনকে জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় নিয়মিত লাখ লাখ টাকার জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে যৌথবাহিনী গত সোমবার রাত ৮টার দিকে ওই জুয়ার আসরে অভিযান পরিচালনা করে। এ সময় বিএনপি নেতা শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দু কুদ্দুছকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।