বিনোদন ডেস্ক :
বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ। তবে অনেক ক্লাব, অভিজাত এলাকার পাশাপাশি গ্রাম অঞ্চলেও জুয়ার আসর বসে। সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে জুয়াতে আসক্ত হচ্ছেন অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের বদৌলতে বিভিন্ন জুয়ার অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ঘরে বসেই অনেকেই খেলছেন।
এর আগে অনলাইনে জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপনের মডেল হয়ে গেল বছর খবরের শিরোনাম হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে দেশজুড়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এবার একই খবরে শিরোনামে এলো জনপ্রিয় তিন নায়িকা জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার নাম।
উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ইনস্টাগ্রামে উইনবাজি জয়া এবং ফারিয়ার ছবি দিয়ে বিজ্ঞাপন প্রচার করছে। ফারিয়া নিজেও এই জুয়ার অ্যাপটির ভিডিও বিজ্ঞাপনের পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।’
এই বিষয়ে জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। উইনবাজির ইনস্টাগ্রামের দেখা গেছে কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া ও জয়া আহসানের ছবি সংবলিত পোস্ট। ছবিগুলোতে দেখা গেছে উইনবাজির জার্সি পরেছেন জয়া ও নুসরাত ফারিয়া।
অন্যদিকে, বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের কাছে জানতে চাইলে কোনো উত্তর দেননি।
গত বছরের মাঝামাঝি সময়ে অনলাইন জুয়ার একাধিক অ্যাপের ডেভেলপার ও এডমিনসহ তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সম্প্রতি একটি অনলাইন জুয়ার অ্যাপ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে একের পর এক বলিউড তারকাদের তলব করছে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)। নজরে রয়েছেন বলিউডের রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানের মতো তারকারা। তাছাড়া আরও ১৭ জন তারকার নাম রয়েছে সেই তালিকায়। তারা হলেন, গায়ক আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কাক্কার। রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরাত ভারুচা।