Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান শামসুল নাচোল উপজেলার নেজামপুর এলাকার মৃত আব্দুল মাতিনের ছেলে । তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় আলী হাসান জানান, শিক্ষকতার পাশাপাশি জুমার দিন বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। শুক্রবার সকালে জেলার নামো সংকরবাটি এলাকার একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সারমিন খাতুন জানান, শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মসজিদে জুমার নামাজে ইমামতি করতেন জাহিদ হাসান। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের নমোশংবাটি জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এছাড়া নিহত জাহিদ হাসানের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় ইমামের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান শামসুল নাচোল উপজেলার নেজামপুর এলাকার মৃত আব্দুল মাতিনের ছেলে । তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় আলী হাসান জানান, শিক্ষকতার পাশাপাশি জুমার দিন বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। শুক্রবার সকালে জেলার নামো সংকরবাটি এলাকার একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সারমিন খাতুন জানান, শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মসজিদে জুমার নামাজে ইমামতি করতেন জাহিদ হাসান। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের নমোশংবাটি জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এছাড়া নিহত জাহিদ হাসানের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।