বিনোদন ডেস্ক :
বেশ কিছুদিন ধরে ভারতে নেই স্বস্তিকা মুখোপাধ্যায়। দিন কাটাচ্ছেন যুক্তরাজ্যে। সেখানকার জীবন ভাগ করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। এবার স্বস্তিকাকে দেখা গেল বিদেশের রাস্তায় জুতা হাতে ঘুরতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
স্বস্তিকার মেয়ে অন্বেষার বাস যুক্তরাজ্যে। সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতেই দেশ ছেড়েছেন নায়িকা। অনুষ্ঠানের মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করতেও ভোলেননি।
সমাবর্তন অনুষ্ঠান থেকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন স্বস্তিকা। সেখানে মেয়ের সমাবর্তনের ক্যাপ মাথায় দিয়ে ধরা দিয়েছেন গর্বিত মা হিসেবে। পরনে আকাশি ব্লাউজ ও লাল শাড়ি। কাঁধে একটি ঝোলা ব্যাগ এবং দুই হাতে দুই পাটি জুতা। মুখে লেগে আছে অমলিন হাসি।
সব ঠিক আছে কিন্তু স্বস্তিকা হাতে জুতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে ছবিটি দেখে। তার উত্তর স্বস্তিকা দিয়েছেন ছবির ক্যাপশনে। লিখেছেন, ‘মায়েরা যেটা সব থেকে ভালো পারে সেটাই করছি। সব পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ নিয়ে চলছি। হাতে চপ্পল নিয়ে ঘুরছি যাতে ইভেন্টের পর মেয়ে পরতে পারে। হিল সাময়িক ব্যবহার করার জন্যই। আর এই ব্যাগে নিজের গোটা সংসার নিয়ে ঘুরছি।’
অভিনেত্রীর এমন ছবি ও বর্ণনাতে নেটিজেনরাও আপ্লুত। তারা বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন তাকে। কেউ বলেছেন সান্টা ক্লজ। একজন লিখেছেন, ‘আপনার ঝোলা ভরে থাক সন্তানের খুশিতে। ভালো থাকুন আপনি আর আপনার ছানা।’ অন্যজনের কথায়, ‘মায়েরা ম্যাজিশিয়ান। তারা তাদের ব্যাগে সব নিয়ে ঘুরতে পারে।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্বস্তিকা মুখার্জি বর্তমানে লন্ডনে রয়েছেন। তার মেয়ে অন্বেষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। এ উপলক্ষ্যে মেয়ের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন স্বস্তিকা মুখার্জি। তারই ফাঁকে জুতা হাতে ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী।
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা।