Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীল বার্তা ও মৃত্যুর হুমকি পাচ্ছেন ভারতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অ্যাঞ্জেল রাই। জীবন্ত পুড়িয়ে দেয়ার হুমকিও নাকি দেয়া হয়েছে তাকে। এ কারণে বাধ্য হয়েই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের দ্বারস্থ হয়েছেন এ তরুণী।

সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এভাবে মৃত্যুর হুমকি পাওয়ায় গত ২২ মার্চ মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন অ্যাঞ্জেল। অভিযোগ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা। ২২ বছর বয়সী এই তরুণীর অভিযোগ অনুযায়ী, গত ১৬ মার্চ অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে অশ্লীল বার্তা ও মৃত্যুর হুমকি সম্বলিত একটি ই-মেইল পান তিনি। হুমকির মধ্যে তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা এবং টুকরো টুকরো করার কথাও রয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, এর আগেও একই রকম একটি ই-মেইল পেয়েছিলেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে ই-মেইল, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অশ্লীল বার্তা ও হুমকি দেয়া হয়েছে তাকে।

এ ঘটনায় ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল বলেছেন, গত কয়েকদিন ধরেই অশ্লীল বার্তা পাচ্ছি আমি। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেই। বিশেষ করে আমার নতুন ওয়েব সিরিজ ‘ঘোটালা’র ট্রেলার প্রকাশের পর দুর্বৃত্তরা আমাকে হত্যার হুমকি দেয়।

তিনি আরও বলেছেন, প্রাথমিকভাবে ইনস্টাগ্রামে বার্তা পেয়েছি এবং অ্যাকাউন্টগুলো ব্লক করেছি। এরপরও দুর্বৃত্তরা অন্যান্য অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়েই যাচ্ছে। গত দুই বছর ধরে সহ্য করেছি, কিন্তু এখন আমি বিরক্ত।

প্রসঙ্গত, ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেলের ইনস্টাগ্রামে ২৫ লাখের বেশি ফলোয়ার। একাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছেন। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে

প্রকাশের সময় : ১০:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : 

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীল বার্তা ও মৃত্যুর হুমকি পাচ্ছেন ভারতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অ্যাঞ্জেল রাই। জীবন্ত পুড়িয়ে দেয়ার হুমকিও নাকি দেয়া হয়েছে তাকে। এ কারণে বাধ্য হয়েই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের দ্বারস্থ হয়েছেন এ তরুণী।

সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এভাবে মৃত্যুর হুমকি পাওয়ায় গত ২২ মার্চ মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন অ্যাঞ্জেল। অভিযোগ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা। ২২ বছর বয়সী এই তরুণীর অভিযোগ অনুযায়ী, গত ১৬ মার্চ অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে অশ্লীল বার্তা ও মৃত্যুর হুমকি সম্বলিত একটি ই-মেইল পান তিনি। হুমকির মধ্যে তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা এবং টুকরো টুকরো করার কথাও রয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, এর আগেও একই রকম একটি ই-মেইল পেয়েছিলেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে ই-মেইল, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অশ্লীল বার্তা ও হুমকি দেয়া হয়েছে তাকে।

এ ঘটনায় ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল বলেছেন, গত কয়েকদিন ধরেই অশ্লীল বার্তা পাচ্ছি আমি। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেই। বিশেষ করে আমার নতুন ওয়েব সিরিজ ‘ঘোটালা’র ট্রেলার প্রকাশের পর দুর্বৃত্তরা আমাকে হত্যার হুমকি দেয়।

তিনি আরও বলেছেন, প্রাথমিকভাবে ইনস্টাগ্রামে বার্তা পেয়েছি এবং অ্যাকাউন্টগুলো ব্লক করেছি। এরপরও দুর্বৃত্তরা অন্যান্য অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়েই যাচ্ছে। গত দুই বছর ধরে সহ্য করেছি, কিন্তু এখন আমি বিরক্ত।

প্রসঙ্গত, ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেলের ইনস্টাগ্রামে ২৫ লাখের বেশি ফলোয়ার। একাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছেন। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে।