Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ফারিয়া শাহরিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবে অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে। জীবনের নতুন ইনিংস শুরুর খবর সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই দিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি দিয়েছেন ফারিয়া। সেখানে লিখেছেন, ‘সবার দোয়া চাই।’

ফারিয়ার দেওয়া পোস্টে দেখা যায়, বৃহস্পতিবার (৬ জুলাই) বিয়ে সেরেছেন তিনি। তবে স্বামীর নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করায় শুভকামনা জানিয়েছেন তারা।

ফারিয়ার বিয়েটি ঘরোয়াভাবে হয়েছে। ওই পোস্টে তার একটি মন্তব্যের মাধ্যমে জানা গেছে তা। এক নেটাগরিক অভিযোগের সুরে লিখেছেন, ‘দাওয়াত পাই নাই।’ এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ঘরোয়াভাবে কাবিন হয়েছে তার। তবে স্বামীর নাম পরিচয় ও পেশা কিছুই জানাননি ফারিয়া।

চার বছর প্রেম করে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া শাহরিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস‌্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বাগদান প্রসঙ্গে সেসময় গণমাধ্যমকে ফারিয়া বলেছিলেন, কয়েক বছর ধরেই আমরা একে অপরকে জানি। অবশেষে দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করব। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।

লম্বা সময় ধরে ছোটপর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। এখানে তিনি অভিনয় করেছেন ‘অন্তরা’ চরিত্রে। নাটকটিতে অভিনয় করে ভীষণ সাড়া পেয়েছিলেন তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ফারিয়া শাহরিন

প্রকাশের সময় : ০১:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবে অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে। জীবনের নতুন ইনিংস শুরুর খবর সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই দিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি দিয়েছেন ফারিয়া। সেখানে লিখেছেন, ‘সবার দোয়া চাই।’

ফারিয়ার দেওয়া পোস্টে দেখা যায়, বৃহস্পতিবার (৬ জুলাই) বিয়ে সেরেছেন তিনি। তবে স্বামীর নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করায় শুভকামনা জানিয়েছেন তারা।

ফারিয়ার বিয়েটি ঘরোয়াভাবে হয়েছে। ওই পোস্টে তার একটি মন্তব্যের মাধ্যমে জানা গেছে তা। এক নেটাগরিক অভিযোগের সুরে লিখেছেন, ‘দাওয়াত পাই নাই।’ এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ঘরোয়াভাবে কাবিন হয়েছে তার। তবে স্বামীর নাম পরিচয় ও পেশা কিছুই জানাননি ফারিয়া।

চার বছর প্রেম করে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া শাহরিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস‌্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বাগদান প্রসঙ্গে সেসময় গণমাধ্যমকে ফারিয়া বলেছিলেন, কয়েক বছর ধরেই আমরা একে অপরকে জানি। অবশেষে দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করব। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।

লম্বা সময় ধরে ছোটপর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। এখানে তিনি অভিনয় করেছেন ‘অন্তরা’ চরিত্রে। নাটকটিতে অভিনয় করে ভীষণ সাড়া পেয়েছিলেন তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।