Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে তাবাসসুম খাতুন (৮) ও ঋতু খানম (৭) নামের দুই শিশু মারা গেছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুকুরপাড়ে পড়ে থাকা স্যান্ডেলের সূত্র ধরে স্বজনেরা পানির নিচ থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত তাবাসসুম শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে এবং ঋতু খাতুন একই পাড়ার রাজু আহম্মেদের মেয়ে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা দুজন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জীবননগর থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিভাবকদের অগোচরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল এই দুই শিশু। খেলাধুলার পর হাতমুখ ধুতে বাড়ির পাশে নিজাম উদ্দিন খাঁর পুকুরে যায় তারা। দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে নিজাম উদ্দিন খাঁর পুকুরের পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নামেন। এরপর শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

জীবননগরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে তাবাসসুম খাতুন (৮) ও ঋতু খানম (৭) নামের দুই শিশু মারা গেছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুকুরপাড়ে পড়ে থাকা স্যান্ডেলের সূত্র ধরে স্বজনেরা পানির নিচ থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত তাবাসসুম শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে এবং ঋতু খাতুন একই পাড়ার রাজু আহম্মেদের মেয়ে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা দুজন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জীবননগর থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিভাবকদের অগোচরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল এই দুই শিশু। খেলাধুলার পর হাতমুখ ধুতে বাড়ির পাশে নিজাম উদ্দিন খাঁর পুকুরে যায় তারা। দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে নিজাম উদ্দিন খাঁর পুকুরের পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নামেন। এরপর শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।