স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে হার, বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের কাছে হেরে যাওয়া, বোর্ড এবং সরকারের দ্বন্দ আর সেখান থেকে আইসিসির নিষেধাজ্ঞা। সবমিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে শেষ কিছুদিন যে মোটেই ভাল যায়নি, সেটা অনায়াসে বলা যায়। বিশ্বকাপটা তারা কাটিয়েছে যাচ্ছেতাইভাবে। মাত্র দুই জয় নিয়ে মিশন শেষ করেছে সেরা ৮-এর বাইরে। যার কারণে জোটেনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসলি)। অ্যাঞ্জেলো ম্যাথুসসহ সর্বশেষ বিশ্বকাপে খেলা আরও আটজন বাদ পড়েছেন। তাঁরা হলেন কুশল পেরেরা, কাসুন রাজিতা, দিমুথ করুনারত্নে, দুশান হেমন্ত, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা ও লাহিরু কুমারা। বিশ্বকাপে ১০ দলের মধ্যে নবম হয়েছিল শ্রীলঙ্কা। যে কারণে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে দলটি জায়গা করতে পারেনি।
হ্যামস্ট্রিং চোটের কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপ মিস করা ওয়ানিন্দু হাসারাঙ্গা দলে ফিরেছেন। সর্বশেষ গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বে লঙ্কান জার্সিতে খেলেছেন হাসারাঙ্গা। তবে শনিবার শুরু হতে চলা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে এই স্পিন অলরাউন্ডারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দলে আরও ফিরেছেন দাসুন শানাকা (বিশ্বকাপের মাঝপথে চোটে ছিটকে গিয়েছিলেন), আভিষ্কা ফার্নান্ডো, আকিলা দনাঞ্জয়া, সাহান আরাচ্চিগে ও নুয়ানিদু ফার্নান্ডো।
১৭ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ জানিত লিয়ানাগে। ২৮ বছর বয়সী লিয়ানাগে ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি। সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। সহকারী করা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান চারিত আসালাঙ্কাকে।
ঊরুর চোটে বিশ্বকাপের মাঝপথে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক শানাকা। তাঁর জায়গায় বিশ্বকাপের বাকিটা সময় শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন কুশল মেন্ডিস। ধারণা করা হয়েছিল, শানাকা সেরে ওঠার পর দলে ফেরার পাশাপাশি নেতৃত্বও ফিরে পাবেন। কিন্তু শানাকা ফিরলেও মেন্ডিসের নেতৃত্বেই আস্থা রেখেছে বোর্ড।
উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটির শানাকাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণও আছে। ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৪১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার শানাকা। যেখানে লঙ্কানদের জয় ২৩ ম্যাচে। এই ২৩ ম্যাচে শানাকার ব্যাটিং গড় মাত্র ১২.০৫, বল হাতে নিয়েছেন ১২ উইকেট। তবে অধিনায়কত্ব বাদে তাঁর ব্যাটিং গড় ২৬.৫৬। বোঝাই যাচ্ছে, নেতৃত্বে বাড়তি চাপ কমিয়ে শুধু খেলোয়াড় হিসেবেই শানাকাকে চাইছে বোর্ড।
ওপেনার আভিষ্কা ফার্নান্ডো দলে ফিরলেন প্রায় এক বছর পর। এশিয়া কাপ দিয়ে ফেরার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে করোনায় আক্রান্ত হন ফার্নান্ডো। জায়গা হয়নি বিশ্বকাপেও। দলে ফেরা অফ স্পিনার দনাঞ্জয়া শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেছেন ২০২১ সালে।
শ্রীলঙ্কার ওয়ানডে দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচ্চিগে, নুয়ানিদু ফার্নান্ডো, দাসুন শানাকা, জানিত লিয়ানাগে, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, জেফরি ভ্যান্ডারসে, আকিলা দনাঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।