Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জিমের কলেজে ভর্তি হওয়া হলো না

সংগৃহিত ছবি

চলতি বছর এসএসসি পাশ করে জিম। করোনার কারণে এতদিন কলেজে ভর্তির সার্কুলার না হওয়ায় ভর্তি হতে পারেনি। তবে সম্প্রতি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ায় জিমও ভর্তির প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার আর ভর্তি হওয়া হলো না।

বুধবার রাতে যবসেন নামক স্থানে সড়কে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহসানুল হক জিম নিহত হয়।

আরও পড়ুন : কুড়িগ্রামে বাস চাপায় স্ত্রীসন্তানসহ সমাজসেবা কর্মকর্তার মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটারদিকে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের সড়কে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় উপজেলার যবসেন গ্রামের সিরাজুল হাক পাইকের ছেলে চলতি এসএসসি পাশ করা আহসানুল হক জিম ও একই উপজেলা পশ্চিম সুজনকাঠি গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং দুই মোটরসাইকেল চালক আহত হয়।

 


আহত অবস্থায় আহসানুল হক জিম ও সৌরভ রায়কে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জিমকে মৃত ঘোষণা করেন কর্মরত ডাক্তার।

সৌরভ রায়ের অবস্থা আশংঙ্কা জনক।

নিহত আহসানুল হক জিম এর পিতা সিরাজুল হাক পাইক সাংবাদিকদের বলেন, আমার ছেলে চলতি বছরে এসএসসি পাস করেছে।

কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। তার আর কলেজে যাওয়া হলো না।

এব্যাপারে আগৈলঝাড়া থানা ডিইউটিরতো অফিসার এসআই শাহজাহান জানায়, থানায় এখনও কোন মামলা হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

জিমের কলেজে ভর্তি হওয়া হলো না

প্রকাশের সময় : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

চলতি বছর এসএসসি পাশ করে জিম। করোনার কারণে এতদিন কলেজে ভর্তির সার্কুলার না হওয়ায় ভর্তি হতে পারেনি। তবে সম্প্রতি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ায় জিমও ভর্তির প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার আর ভর্তি হওয়া হলো না।

বুধবার রাতে যবসেন নামক স্থানে সড়কে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহসানুল হক জিম নিহত হয়।

আরও পড়ুন : কুড়িগ্রামে বাস চাপায় স্ত্রীসন্তানসহ সমাজসেবা কর্মকর্তার মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটারদিকে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের সড়কে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় উপজেলার যবসেন গ্রামের সিরাজুল হাক পাইকের ছেলে চলতি এসএসসি পাশ করা আহসানুল হক জিম ও একই উপজেলা পশ্চিম সুজনকাঠি গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং দুই মোটরসাইকেল চালক আহত হয়।

 


আহত অবস্থায় আহসানুল হক জিম ও সৌরভ রায়কে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জিমকে মৃত ঘোষণা করেন কর্মরত ডাক্তার।

সৌরভ রায়ের অবস্থা আশংঙ্কা জনক।

নিহত আহসানুল হক জিম এর পিতা সিরাজুল হাক পাইক সাংবাদিকদের বলেন, আমার ছেলে চলতি বছরে এসএসসি পাস করেছে।

কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। তার আর কলেজে যাওয়া হলো না।

এব্যাপারে আগৈলঝাড়া থানা ডিইউটিরতো অফিসার এসআই শাহজাহান জানায়, থানায় এখনও কোন মামলা হয়নি।