বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের অভিনয় নিয়ে ঠাট্টা করে নিজেই রীতিমতো কটাক্ষের শিকার হলেন সোনম বাজওয়া। গত মাসে মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। আর তা ঘিরেই শুরু এই বিতর্ক। ছবিতে তার অভিনয় নিয়ে মশকরা করেন এক জনপ্রিয় নেটপ্রভাবী, আর সেই ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানিয়ে দেন সোনম; আর এতেই বিপাকে পড়েন অভিনেত্রী।
‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তার চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তার সংলাপ বলার ধরন নিয়ে মূলত সমালোচনা হয়েছে। ভক্তদের দাবি, চরিত্রের সঙ্গে একেবারে মানানসই ছিলেন তিনি। তবে সমালোচকরা মনে করছেন, সংলাপ উচ্চারণে জাহ্নবী যথেষ্ট দুর্বল ছিলেন।
এর মধ্যেই অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবী জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কমেন্টে সোনমের দেওয়া প্রতিক্রিয়া থেকেই শুরু হয় বিতর্ক। নানা কটাক্ষ ধেয়ে আসে সোনমের দিকে।
জাহ্নবীর অনুরাগীরা লেখেন, ‘আপনার নিজের দিকে তাকানো উচিত। আপনি নিজে ঠিক কতটা অভিনয় পারেন সেই বিষয়ে আপনার কোনও ধারণা রয়েছে?’ কেউ আবার লেখেন সোনমকে উদ্দেশ্য করে, ‘বলিউডের একজন তারকাসন্তান আর একজন বহিরাগত কোনওভাবেই বন্ধু হয়ে উঠতে পারে না। ’
কেউ লিখেছেন, “অন্যকে নিয়ে হাসাহাসি করার আগে সোনমের নিজের অভিনয় দক্ষতা দেখা উচিত।” আবার আরেকজনের মন্তব্য, “বলিউডে তারকাসন্তান আর বহিরাগতদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব হওয়া সম্ভব নয়।”
উল্লেখ্য, ‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে সোনম বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘বাগি ফোর’এর কাজে।