Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জালিয়াতি করে হাইকোর্টে আদেশ নেয়ায় মানিকের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই থেকে বাদ পড়েছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ইদ্রিস বেপারীর পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। হাসিবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে গত ২৬ ডিসেম্বর ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিলে আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন হাজি সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের হাসিবুর রহমান মানিক বাদ পড়ায় নৌকার প্রার্থী সোলাইমান সেলিমকে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে না।

এর আগে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ইসিতে আপিল করেও সাড়া না পেয়ে রিট করেন তিনি। তবে হাইকোর্টের নির্দেশে ভোটের মাঠে ফিরলেও নির্বাচন কমিশন চেম্বার আদালতে আবেদন করে। যা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে আজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন : সালাহউদ্দিন আহমদ

জালিয়াতি করে হাইকোর্টে আদেশ নেয়ায় মানিকের প্রার্থিতা বাতিল

প্রকাশের সময় : ০২:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই থেকে বাদ পড়েছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ইদ্রিস বেপারীর পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। হাসিবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে গত ২৬ ডিসেম্বর ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিলে আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন হাজি সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের হাসিবুর রহমান মানিক বাদ পড়ায় নৌকার প্রার্থী সোলাইমান সেলিমকে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে না।

এর আগে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ইসিতে আপিল করেও সাড়া না পেয়ে রিট করেন তিনি। তবে হাইকোর্টের নির্দেশে ভোটের মাঠে ফিরলেও নির্বাচন কমিশন চেম্বার আদালতে আবেদন করে। যা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে আজ।