Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

জামিনে মুক্তি পেয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এক নারী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে বালতি থেকে মগ দিয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ উঠিয়ে মাথায় ঢেলে গোসল করাচ্ছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগারে যান সাইফুল ইসলাম। এরপর ২৬ মার্চ তিনি জামিনে মুক্তি পান।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। ২৬ মার্চ জামিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছি। বঙ্গবন্ধুর আদর্শে আমরা রাজনীতি করেছি। এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের জয় হবেই ইনশাল্লাহ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

প্রকাশের সময় : ১২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

জামিনে মুক্তি পেয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এক নারী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে বালতি থেকে মগ দিয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ উঠিয়ে মাথায় ঢেলে গোসল করাচ্ছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগারে যান সাইফুল ইসলাম। এরপর ২৬ মার্চ তিনি জামিনে মুক্তি পান।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। ২৬ মার্চ জামিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছি। বঙ্গবন্ধুর আদর্শে আমরা রাজনীতি করেছি। এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের জয় হবেই ইনশাল্লাহ।