Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালের নৈপুণ্যে খুলনাকে উড়িয়ে দিলো রংপুর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বস্তি হয়ে এলেন লিটন দাস। কিন্তু বাকি ব্যাটাররা রান করতে পারলেন না খুব একটা। খুব বেশি বড় পুঁজি না পেলেও সহজ জয়ই শেষ অবধি পেয়েছে তারা। আসরে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন কুমিল্লার পাকিস্তানি তারকা আমির জামেল।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৩৪ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে চারবারের চ্যাম্পিয়নরা। পরে রান তাড়ায় নেমে ১১৫ রানের বেশি করতে পারেনি খুলনা। ছয় ম্যাচে এটি কুমিল্লার চতুর্থ জয়। টানা চার জয়ের পর দুই ম্যাচ হারলো খুলনা। দুই দলেরই পয়েন্ট এখন সমান, ৮। তবে নেট রানরেটে এগিয়ে কুমিল্লা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেছিল খুলনা। তবে ইনিংস বড় করতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। এরপরই খুলনা চেপে ধরে কুমিল্লা। এক প্রান্ত আগলে রাখা চেষ্টা করলেও তা ধরে রাখতে পারেননি ইভেন লুইসও। ১৪ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। ৩ বলে শূন্য রান করে পারভেজ ইমন আউট হলে দলীয় ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।

মোহাম্মদ নাওয়াজকে সঙ্গে নিয়ে খুলনা শিবিরে হাল ধরার চেষ্টা করেন নাহিদুল ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি নাওয়াজ। ১৩ বলে ৭ রান করে স্বদেশি আমির জামালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই পাকিস্তানি অলরাউন্ডার। ২৪ বলে ২১ রান করে নাহিদুল ইসলাম আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা টাইগার্স। ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন আমির জামাল।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন। দশম ওভারে দুজনের বিদায়ের পরই পথ হারায় কুমিল্লা। শেষদিকে জাকের আলি ও মাহিদুল অঙ্কনের ১২ বলে ৩০ রানের জুটিতে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা।

চার ছক্কা ও দুই চারের ৩০ বলে ৪৫ রান করেছেন লিটন। শেষ দিকে ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন জাকের। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ।

এর আগে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল কুমিল্লা। লিটন ব্যাট চালালে অনেকটা টেস্ট মেজাজে খেলেছেন রিজওয়ান। দশম ওভারে লিটনকে বোল্ড করে ৫৭ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম।

একই ওভারে ফেরান আরেক ওপেনার রিজওয়ানকেও। চলতি বিপিএলে রানখরায় ভুগছেন পাক এই উইকেটকিপার ব্যাটার। আজও স্বস্তিতে ছিলেন না। নাসুমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২১ রান।

তিনে ব্যাট করতে আসা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকস আজই বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন। একবার জীবন পাওয়া এই ব্যাটারও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারলেন না। মোহাম্মদ ওয়াসিমের বলে সাজঘরে ফেরার আগে ২২ রান করতে খেলেছেন ২৭ বল! ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয় ও খুশদিল শাহরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছিল কুমিল্লা। শেষ দিকে উদ্ধার করলেন জাকের আলি। তার ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে দেড়শোর টার্গেট দাঁড় করায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খুলনার হয়ে বল হাতে দুইটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোনার দাম আরো বাড়ল

জামালের নৈপুণ্যে খুলনাকে উড়িয়ে দিলো রংপুর

প্রকাশের সময় : ০৬:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বস্তি হয়ে এলেন লিটন দাস। কিন্তু বাকি ব্যাটাররা রান করতে পারলেন না খুব একটা। খুব বেশি বড় পুঁজি না পেলেও সহজ জয়ই শেষ অবধি পেয়েছে তারা। আসরে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন কুমিল্লার পাকিস্তানি তারকা আমির জামেল।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৩৪ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে চারবারের চ্যাম্পিয়নরা। পরে রান তাড়ায় নেমে ১১৫ রানের বেশি করতে পারেনি খুলনা। ছয় ম্যাচে এটি কুমিল্লার চতুর্থ জয়। টানা চার জয়ের পর দুই ম্যাচ হারলো খুলনা। দুই দলেরই পয়েন্ট এখন সমান, ৮। তবে নেট রানরেটে এগিয়ে কুমিল্লা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেছিল খুলনা। তবে ইনিংস বড় করতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। এরপরই খুলনা চেপে ধরে কুমিল্লা। এক প্রান্ত আগলে রাখা চেষ্টা করলেও তা ধরে রাখতে পারেননি ইভেন লুইসও। ১৪ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। ৩ বলে শূন্য রান করে পারভেজ ইমন আউট হলে দলীয় ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।

মোহাম্মদ নাওয়াজকে সঙ্গে নিয়ে খুলনা শিবিরে হাল ধরার চেষ্টা করেন নাহিদুল ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি নাওয়াজ। ১৩ বলে ৭ রান করে স্বদেশি আমির জামালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই পাকিস্তানি অলরাউন্ডার। ২৪ বলে ২১ রান করে নাহিদুল ইসলাম আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা টাইগার্স। ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন আমির জামাল।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন। দশম ওভারে দুজনের বিদায়ের পরই পথ হারায় কুমিল্লা। শেষদিকে জাকের আলি ও মাহিদুল অঙ্কনের ১২ বলে ৩০ রানের জুটিতে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা।

চার ছক্কা ও দুই চারের ৩০ বলে ৪৫ রান করেছেন লিটন। শেষ দিকে ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন জাকের। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ।

এর আগে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল কুমিল্লা। লিটন ব্যাট চালালে অনেকটা টেস্ট মেজাজে খেলেছেন রিজওয়ান। দশম ওভারে লিটনকে বোল্ড করে ৫৭ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম।

একই ওভারে ফেরান আরেক ওপেনার রিজওয়ানকেও। চলতি বিপিএলে রানখরায় ভুগছেন পাক এই উইকেটকিপার ব্যাটার। আজও স্বস্তিতে ছিলেন না। নাসুমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২১ রান।

তিনে ব্যাট করতে আসা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকস আজই বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন। একবার জীবন পাওয়া এই ব্যাটারও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারলেন না। মোহাম্মদ ওয়াসিমের বলে সাজঘরে ফেরার আগে ২২ রান করতে খেলেছেন ২৭ বল! ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয় ও খুশদিল শাহরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছিল কুমিল্লা। শেষ দিকে উদ্ধার করলেন জাকের আলি। তার ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে দেড়শোর টার্গেট দাঁড় করায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খুলনার হয়ে বল হাতে দুইটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ।