জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও নিহত স্ত্রী তিথি বেগম দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে।
জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফারাজীপাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝে মধ্যেই শারীরিকভাবে নির্যাতন করতেন আহসান হাবিব ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আহসান হাবিব।
শাহ মো. এনায়েত হোসেন আরো জানান, এ ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন আহসান হাবিব। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন বিচারক।