Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া (৩০) নামে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের পানাউল্লার ছেলে।

আহতরা হলেন- এরশাদ মিয়া, শাহজালাল ও সবুজ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের। তিনি জানান, মঙ্গলবার সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই তারা কাজ করতে থাকেন। এসময় বজ্রপাতে ফরিদ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতে আহত হয়ে ৪ জন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাকি দুইজনকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া (৩০) নামে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের পানাউল্লার ছেলে।

আহতরা হলেন- এরশাদ মিয়া, শাহজালাল ও সবুজ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের। তিনি জানান, মঙ্গলবার সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই তারা কাজ করতে থাকেন। এসময় বজ্রপাতে ফরিদ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতে আহত হয়ে ৪ জন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাকি দুইজনকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।