Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রিনা বেগম (৫০)। তিনি শহরের বজ্রাপুর হাজীপাড়া এলাকার মো. নুরে আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে রিনা বেগম মোবাইল ফোনে কথা বলতে বলতে গেইটপাড় এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

জামালপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রিনা বেগম (৫০)। তিনি শহরের বজ্রাপুর হাজীপাড়া এলাকার মো. নুরে আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে রিনা বেগম মোবাইল ফোনে কথা বলতে বলতে গেইটপাড় এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।