Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে এলজিইডি কার্যালয়ে ৫ কোটি টাকার প্রকল্পের অনুসন্ধানে দুদক

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে ৫ কোটি টাকার ক্ষুদ্র খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) জামালপুরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও আতিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলায় শাহবাজপুর এলাকার বংশাই খালে ১২.৪ কি. মি ও নান্দিনা নাসনা শালিকা এলাকায় ৪টি খালের ২৪ কি.মি. ও সরিষাবাড়ী উপজেলায় শোয়াকৈর খালের ৩.৮ কি.মি. খালের পুনঃখননের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয় জাইকা। যা বাস্তবায়ন করে এলজিইডি। এসব খাল খননের অনিয়মে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় এলজিএডির নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। খাল খননে অনিয়মের অভিযোগে প্রকল্পের সব তথ্য চেয়ে এই প্রকল্পগুলোর সভাপতি ও এর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা অনুসন্ধান করেন দুদকের কর্মকর্তারা।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুজদিদ আহমেদ বলেন, তিনটি প্রকল্পের বিষয়ে দুদকের কর্মকর্তারা অফিসে এসে তথ্য উপাত্ত নিয়ে গেছেন। তারা আরও কিছু তথ্য চেয়েছেন সেগুলো তাদেরকে দেওয়া হবে।

দুদক সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, খাল খননের জন্য ৩টি প্রকল্পের ব্যাপক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করা হয়েছে। তাদের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন শেষে তথ্যগুলো পর্যালোচনা করে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

জামালপুরে এলজিইডি কার্যালয়ে ৫ কোটি টাকার প্রকল্পের অনুসন্ধানে দুদক

প্রকাশের সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে ৫ কোটি টাকার ক্ষুদ্র খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) জামালপুরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও আতিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলায় শাহবাজপুর এলাকার বংশাই খালে ১২.৪ কি. মি ও নান্দিনা নাসনা শালিকা এলাকায় ৪টি খালের ২৪ কি.মি. ও সরিষাবাড়ী উপজেলায় শোয়াকৈর খালের ৩.৮ কি.মি. খালের পুনঃখননের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয় জাইকা। যা বাস্তবায়ন করে এলজিইডি। এসব খাল খননের অনিয়মে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় এলজিএডির নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। খাল খননে অনিয়মের অভিযোগে প্রকল্পের সব তথ্য চেয়ে এই প্রকল্পগুলোর সভাপতি ও এর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা অনুসন্ধান করেন দুদকের কর্মকর্তারা।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুজদিদ আহমেদ বলেন, তিনটি প্রকল্পের বিষয়ে দুদকের কর্মকর্তারা অফিসে এসে তথ্য উপাত্ত নিয়ে গেছেন। তারা আরও কিছু তথ্য চেয়েছেন সেগুলো তাদেরকে দেওয়া হবে।

দুদক সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, খাল খননের জন্য ৩টি প্রকল্পের ব্যাপক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করা হয়েছে। তাদের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন শেষে তথ্যগুলো পর্যালোচনা করে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।