Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু, ফরম নেননি রওশন

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। তবে, এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেনি জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এমনকি মনোনয়ন ফরম নেননি তার ছেলে সাদ এরশাদও।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সকাল থেকে জাপার রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুপুরের পরে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি দলের মনোনয়ন ফরম বিক্রিও চলছে।

জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেনসহ বোর্ডের সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, আজ রংপুর আর রাজশাহী বিভাগের সম্ভ্রাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, আগামীকাল নেওয়া হবে খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। ২৭ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা হয়ে যাবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলে প্রার্থীর অবস্থান আর এলাকায় জনপ্রিয়তার নিরিখে বিবেচনা করা হবে উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে দলে তাদেরকে রাখা হবে না। রওশন এরশাদ আর সাদ এরশাদ এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি, শিগগিরই তারাও নেবেন। দূরের জেলাগুলোর অনেক প্রার্থী এখনো এসে পৌঁছাননি। রওশন এরশাদের জন্য মনোনয়নের দরজা সব সময় খোলা থাকবে। নির্বাচনে মূল চ্যালেঞ্জ ভোটারদের ভোট কেন্দ্রে আনা।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, এখন পর্যন্ত ১৭২০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সব আসনে একের বেশি ফরম বিক্রি হয়েছে। মানুষের কাছে জাতীয় পার্টির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখছি। আমাদের চেয়ারম্যানই চূড়ান্ত করবেন দলীয় প্রার্থী।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে রওশন এরশাদপন্থী বলতে কিছু নেই, জিএম কাদের আমাদের নেতা। রাস্তায় গাড়ি চলছে না দেখে এখানে আসতে সমস্যা হচ্ছে তাই হয়তো রওশন এরশাদ এবং সাদ এরশাদ এখনও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন না । তবে ম্যাডামের জন্য কোন সময়ের সীমারেখা নেই। ফরম চাইলেই তাকে পৌঁছে দেয়া হবে। রওশন এরশাদ ভোট করলে তাকে স্বাগত জানাবো আমরা।

আজই শেষ হচ্ছে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি। ২৭ নভেম্বর ৩০০ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সকাল থেকে রংপুর বিভাগের জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুপুরের পরে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলার সাধারণ সম্পাদক আহমেদ শফি। মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের ব্যাপারে তিনি বলেন, কেন নির্বাচন করতে চাই, মাঠের পরিস্থিতি, মনোনয়ন দেওয়া না হলে দলের প্রার্থীর পক্ষে কাজ করব কি না- এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

সাক্ষাৎকারকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার মনোনয়নপ্রত্যাশীরা বনানী কার্যালয়ে জড়ো হন। তেমনই একজন নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজ। তিনি নীলফামারী-২ আসন থেকে মনোনয়ন পেতে চান।

সাজ্জাদ পারভেজ বলেন, সাক্ষাৎকারে কেন নির্বাচন করতে চাই, মাঠের পরিস্থিতি, মনোনয়ন দেওয়া না হলে দলের প্রার্থীর পক্ষে কাজ করব কি না—এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী বলে জানান।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। গতকাল (বৃহস্পতিবার) ছিল ফরম বিক্রির শেষ দিন। তবে, গতকাল রাতে জানানো হয় যে, আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমার সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, মূলত রওশন এরশাদ ও সাদ এরশাদের জন্য মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ ফরম নেননি, তবে নেওয়ার সম্ভাবনা আছে। গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছে। রওশন এরশাদের জন্য কোনও সময়ের বাধ্যবাধকতা নেই। তিনি বললে মনোনয়ন ফরম তাঁর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও জাপার অভ্যন্তরীণ সংকট এখনো কাটেনি। কয়েক বছর ধরেই ভাবি-দেবরের কোন্দলের বিষয়টি বারবার সামনে এসেছে। এমনকি ২০২১ সালে এরিক এরশাদ রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।

এর মধ্যেই চলতি বছরের ২২ আগস্ট এক প্রেস নোটে নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তখন বলা হয়, দলের কো চেয়ারম্যানদের অনুরোধে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু তার এ দাবি নাকচ করেন সেসব কো-চেয়ারম্যানরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : এ জেড এম জাহিদ হোসেন

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু, ফরম নেননি রওশন

প্রকাশের সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। তবে, এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেনি জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এমনকি মনোনয়ন ফরম নেননি তার ছেলে সাদ এরশাদও।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সকাল থেকে জাপার রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুপুরের পরে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি দলের মনোনয়ন ফরম বিক্রিও চলছে।

জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেনসহ বোর্ডের সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, আজ রংপুর আর রাজশাহী বিভাগের সম্ভ্রাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, আগামীকাল নেওয়া হবে খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। ২৭ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা হয়ে যাবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলে প্রার্থীর অবস্থান আর এলাকায় জনপ্রিয়তার নিরিখে বিবেচনা করা হবে উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে দলে তাদেরকে রাখা হবে না। রওশন এরশাদ আর সাদ এরশাদ এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি, শিগগিরই তারাও নেবেন। দূরের জেলাগুলোর অনেক প্রার্থী এখনো এসে পৌঁছাননি। রওশন এরশাদের জন্য মনোনয়নের দরজা সব সময় খোলা থাকবে। নির্বাচনে মূল চ্যালেঞ্জ ভোটারদের ভোট কেন্দ্রে আনা।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, এখন পর্যন্ত ১৭২০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সব আসনে একের বেশি ফরম বিক্রি হয়েছে। মানুষের কাছে জাতীয় পার্টির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখছি। আমাদের চেয়ারম্যানই চূড়ান্ত করবেন দলীয় প্রার্থী।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে রওশন এরশাদপন্থী বলতে কিছু নেই, জিএম কাদের আমাদের নেতা। রাস্তায় গাড়ি চলছে না দেখে এখানে আসতে সমস্যা হচ্ছে তাই হয়তো রওশন এরশাদ এবং সাদ এরশাদ এখনও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন না । তবে ম্যাডামের জন্য কোন সময়ের সীমারেখা নেই। ফরম চাইলেই তাকে পৌঁছে দেয়া হবে। রওশন এরশাদ ভোট করলে তাকে স্বাগত জানাবো আমরা।

আজই শেষ হচ্ছে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি। ২৭ নভেম্বর ৩০০ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সকাল থেকে রংপুর বিভাগের জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুপুরের পরে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলার সাধারণ সম্পাদক আহমেদ শফি। মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের ব্যাপারে তিনি বলেন, কেন নির্বাচন করতে চাই, মাঠের পরিস্থিতি, মনোনয়ন দেওয়া না হলে দলের প্রার্থীর পক্ষে কাজ করব কি না- এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

সাক্ষাৎকারকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার মনোনয়নপ্রত্যাশীরা বনানী কার্যালয়ে জড়ো হন। তেমনই একজন নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজ। তিনি নীলফামারী-২ আসন থেকে মনোনয়ন পেতে চান।

সাজ্জাদ পারভেজ বলেন, সাক্ষাৎকারে কেন নির্বাচন করতে চাই, মাঠের পরিস্থিতি, মনোনয়ন দেওয়া না হলে দলের প্রার্থীর পক্ষে কাজ করব কি না—এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী বলে জানান।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। গতকাল (বৃহস্পতিবার) ছিল ফরম বিক্রির শেষ দিন। তবে, গতকাল রাতে জানানো হয় যে, আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমার সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, মূলত রওশন এরশাদ ও সাদ এরশাদের জন্য মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ ফরম নেননি, তবে নেওয়ার সম্ভাবনা আছে। গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছে। রওশন এরশাদের জন্য কোনও সময়ের বাধ্যবাধকতা নেই। তিনি বললে মনোনয়ন ফরম তাঁর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও জাপার অভ্যন্তরীণ সংকট এখনো কাটেনি। কয়েক বছর ধরেই ভাবি-দেবরের কোন্দলের বিষয়টি বারবার সামনে এসেছে। এমনকি ২০২১ সালে এরিক এরশাদ রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।

এর মধ্যেই চলতি বছরের ২২ আগস্ট এক প্রেস নোটে নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তখন বলা হয়, দলের কো চেয়ারম্যানদের অনুরোধে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু তার এ দাবি নাকচ করেন সেসব কো-চেয়ারম্যানরা।