Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাপান রুটে বিমানের ফ্লাইট শুরু ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : 

জাপানে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শফিউল আজিম বলেন, নিউইয়র্কে ফ্লাইট চালুর ব্যাপারে বছরের শেষের দিকে পজিটিভ কিছু হবে। জুন থেকে আমাদের নারিতা রুটের ফ্লাইটের ব্র্যান্ডিং শুরু হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চলাচল করবে। শুধু নারিতা নয়, আমাদের পরিকল্পনা অনুসারে নারিতা থেকে ক্যালিফোর্নিয়া এবং সিডনি যাওয়ার ফ্লাইট নিয়েও আলোচনা হয়েছে। দুদিন আগে জাপানের টিম ঢাকা ঘুরে গেছে। আমাদের থার্ড টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ এবং এয়ারবাসের উড়োজাহাজ কেনাসহ যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, এসবের মাধ্যমে বিমান আরও এগিয়ে যাবে।

জানা গেছে, জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এ রুট চালুর ফলে বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিক, দুই দেশের শিক্ষার্থী, ব্যবসায়ীরা সরাসরি জাপানে যাওয়া-আসা করতে পারবেন। বর্তমানে তারা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন।

বিমানের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ নিয়ে এমডি বলেন, বিমানের ইতিহাসে এই প্রথম কোড শেয়ারিংয়ের মাধ্যমে গাল্ফ এয়ারের সহায়তায় ইউরোপে ফ্লাইট বিস্তার করতে যাচ্ছি আমরা। সেই সাথে পাইলট সংকট কাটাতে ইন্দোনেশিয়ার সাথে সহায়তার বিষয়ে আমরা আলাপ করেছি। পাইলট সংকট কেটে গেলে ভারতের চেন্নাইয়ে অপারেশন শুরু করতে পারব।

বিমানের অগ্রগতির বিষয়ে উল্লেখ করে সংস্থার সিইও বলেন, এয়ারবাস (ফ্রান্সভিত্তিক) তাদের উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে আমাদের। সারা পৃথিবীতে এরকম দুয়েকটি কোম্পানিই আছে। বোয়িং আমাদের পুরনো বিশ্বস্ত সঙ্গী। আমরা ভেবে দেখব। এটি প্রমাণ করে আমাদের নেতৃত্বের ওপর তাদের আস্থা আছে। এখানে ব্যবসায়ের সম্ভাবনা আছে বলেই তারা প্রস্তাব দিয়েছে। ঢাকায় আমাদের ৮ শতাংশ, আশেপাশের এলাকাগুলোয় ১৫ শতাংশ গ্রোথ (প্রবৃদ্ধি) হয়েছে। মধ্যপ্রাচ্যের রুটগুলোয় আমাদের চাহিদা বেশি। ওখানে যারা আছেন, তারা আমাদের প্রাইম কাস্টমার। সেখানে কীভাবে আরও বেশি সুবিধা দেওয়া যায়, সেটি আমরা ভাববো।

হজ প্যাকেজে বিমানের বাড়তি ভাড়া নেওয়ার সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত-পাকিস্তান থেকে হজ প্যাকেজ ঘোষণা করেছে। কলকাতা বা গৌহাটি থেকে যে বিমান ভাড়া সেটি আমাদের থেকে কমপক্ষে ২৫০ ডলার বেশি।

বিমানের সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সুদান প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংঘাতপূর্ণ সুদানে আটকে পড়া ৫৪৪ জন প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরব হয়ে দেশে ফিরিয়ে এনেছে বিমান। এছাড়া জুনের দ্বিতীয় সপ্তাহে গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি করা হবে। এর মাধ্যমে ঢাকা থেকে বাহরাইনে যাত্রী পরিবহনে পারস্পরিক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, চেন্নাই ফ্লাইট চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শীতকালীন ফ্লাইট সূচিতে চেন্নাই ফ্লাইট রাখা হচ্ছে। এছাড়া অনলাইনে চেক-ইন, সিট সিলেকশন, ডেট চেঞ্জ ইত্যাদি সেবা ইতোমধ্যে চালু করা হয়েছে। নতুন আঙ্গিকে বিমানের লয়্যালিটি প্রোগ্রাম চালু করা হয়েছে। আগামীতে এটিকে আরও আপগ্রেড করা হবে এবং নতুন নতুন ফিচার যোগ করা হবে।

শফিউল আজিম জানান, শিগগিরই সপ্তাহে সাত দিন, প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক মানের কল সেন্টার চালু করা হবে। এ লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ট্রাভেল এজেন্সি পোর্টাল করা হয়েছে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

জাপান রুটে বিমানের ফ্লাইট শুরু ১ সেপ্টেম্বর

প্রকাশের সময় : ০৮:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

জাপানে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শফিউল আজিম বলেন, নিউইয়র্কে ফ্লাইট চালুর ব্যাপারে বছরের শেষের দিকে পজিটিভ কিছু হবে। জুন থেকে আমাদের নারিতা রুটের ফ্লাইটের ব্র্যান্ডিং শুরু হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চলাচল করবে। শুধু নারিতা নয়, আমাদের পরিকল্পনা অনুসারে নারিতা থেকে ক্যালিফোর্নিয়া এবং সিডনি যাওয়ার ফ্লাইট নিয়েও আলোচনা হয়েছে। দুদিন আগে জাপানের টিম ঢাকা ঘুরে গেছে। আমাদের থার্ড টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ এবং এয়ারবাসের উড়োজাহাজ কেনাসহ যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, এসবের মাধ্যমে বিমান আরও এগিয়ে যাবে।

জানা গেছে, জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এ রুট চালুর ফলে বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিক, দুই দেশের শিক্ষার্থী, ব্যবসায়ীরা সরাসরি জাপানে যাওয়া-আসা করতে পারবেন। বর্তমানে তারা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন।

বিমানের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ নিয়ে এমডি বলেন, বিমানের ইতিহাসে এই প্রথম কোড শেয়ারিংয়ের মাধ্যমে গাল্ফ এয়ারের সহায়তায় ইউরোপে ফ্লাইট বিস্তার করতে যাচ্ছি আমরা। সেই সাথে পাইলট সংকট কাটাতে ইন্দোনেশিয়ার সাথে সহায়তার বিষয়ে আমরা আলাপ করেছি। পাইলট সংকট কেটে গেলে ভারতের চেন্নাইয়ে অপারেশন শুরু করতে পারব।

বিমানের অগ্রগতির বিষয়ে উল্লেখ করে সংস্থার সিইও বলেন, এয়ারবাস (ফ্রান্সভিত্তিক) তাদের উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে আমাদের। সারা পৃথিবীতে এরকম দুয়েকটি কোম্পানিই আছে। বোয়িং আমাদের পুরনো বিশ্বস্ত সঙ্গী। আমরা ভেবে দেখব। এটি প্রমাণ করে আমাদের নেতৃত্বের ওপর তাদের আস্থা আছে। এখানে ব্যবসায়ের সম্ভাবনা আছে বলেই তারা প্রস্তাব দিয়েছে। ঢাকায় আমাদের ৮ শতাংশ, আশেপাশের এলাকাগুলোয় ১৫ শতাংশ গ্রোথ (প্রবৃদ্ধি) হয়েছে। মধ্যপ্রাচ্যের রুটগুলোয় আমাদের চাহিদা বেশি। ওখানে যারা আছেন, তারা আমাদের প্রাইম কাস্টমার। সেখানে কীভাবে আরও বেশি সুবিধা দেওয়া যায়, সেটি আমরা ভাববো।

হজ প্যাকেজে বিমানের বাড়তি ভাড়া নেওয়ার সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত-পাকিস্তান থেকে হজ প্যাকেজ ঘোষণা করেছে। কলকাতা বা গৌহাটি থেকে যে বিমান ভাড়া সেটি আমাদের থেকে কমপক্ষে ২৫০ ডলার বেশি।

বিমানের সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সুদান প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংঘাতপূর্ণ সুদানে আটকে পড়া ৫৪৪ জন প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরব হয়ে দেশে ফিরিয়ে এনেছে বিমান। এছাড়া জুনের দ্বিতীয় সপ্তাহে গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি করা হবে। এর মাধ্যমে ঢাকা থেকে বাহরাইনে যাত্রী পরিবহনে পারস্পরিক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, চেন্নাই ফ্লাইট চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শীতকালীন ফ্লাইট সূচিতে চেন্নাই ফ্লাইট রাখা হচ্ছে। এছাড়া অনলাইনে চেক-ইন, সিট সিলেকশন, ডেট চেঞ্জ ইত্যাদি সেবা ইতোমধ্যে চালু করা হয়েছে। নতুন আঙ্গিকে বিমানের লয়্যালিটি প্রোগ্রাম চালু করা হয়েছে। আগামীতে এটিকে আরও আপগ্রেড করা হবে এবং নতুন নতুন ফিচার যোগ করা হবে।

শফিউল আজিম জানান, শিগগিরই সপ্তাহে সাত দিন, প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক মানের কল সেন্টার চালু করা হবে। এ লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ট্রাভেল এজেন্সি পোর্টাল করা হয়েছে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।