নিজস্ব প্রতিবেদক :
ডিসেম্বরের মতো জানুয়ারি মাসেও ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বর দাম অপরিবর্তত থাকে।
বিইআরসির সচিব ব্যারিস্টার খলিরুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি, ২০২৫ এর সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে।