নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার খালুয়াজুরীতে ঘরের জানালা বন্ধ করার সময় বিদ্যুতায়িত হয়ে রাতুল সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার (৯ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতুল উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার ছিদ্র হয়ে ঘরের জানালায় স্পর্শ করলে পুরো জানালা বিদ্যুতায়িত হয়। বিষয়টি খেয়াল না করে মঙ্গলবার সন্ধ্যায় জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন রাতুল। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. মকবুল হোসেন বলেন, বিষয়টি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।