নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালী-১ আসনের বৈধ প্রার্থি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা রইল না।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়।
আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা দেন।
তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে শাহমঞ্জুরুল গণমাধ্যমকে বলেন, রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এনপিপিপির নজরুল ইসলাম। তার অভিযোগ ছিল রুহুল আমিন হাওলাদার ৮৮ লাখ টাকা কর পরিশোধ করেননি। কিন্তু আমার মক্কেল রুহুল আমিন হাওলাদার গত ৩ ডিসেম্বর করের টাকা পরিশোধ করেই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থিতার বৈধতা পান। এ ছাড়া আইনে কোথাও করের বিষয়ে কোনো কথা বলা নেই। আজ নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।