Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সিডন্স

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন জেমি সিডন্স। যদিও থাকছেন বিসিবির অধীনেই। এখন থেকে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে।

সোমবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে পোস্ট দিয়ে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বিষয়টি জানানো হয়।

সিডন্স লেখেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি।

ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার ওই ফেসবুক পোস্টে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দনও জানানো হয়েছে।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসেন। কিন্তু দায়িত্বের শুরু থেকেই সমালোচনা পিছু লাগে তার। এমন অভিযোগ আছে, তার কোচিং মেথড অনেকটা সেকেলে ধরনের। গুঞ্জন আছে, সেজন্যই জাতীয় দল থেকে তাকে অব্যাহতি দিয়েছে বিসিবি। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সাথে একমত হয়েছেন সিডন্স।

ক্রিকেট সংশ্লিষ্টরা ধারণা করছেন, নিক পোথাসকে জাতীয় দলের সহকারী কোচ করায় জেমি সিডন্স সেখান থেকে বেরিয়ে আসলেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সিডন্স

প্রকাশের সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন জেমি সিডন্স। যদিও থাকছেন বিসিবির অধীনেই। এখন থেকে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে।

সোমবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে পোস্ট দিয়ে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বিষয়টি জানানো হয়।

সিডন্স লেখেন, সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি।

ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার ওই ফেসবুক পোস্টে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দনও জানানো হয়েছে।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসেন। কিন্তু দায়িত্বের শুরু থেকেই সমালোচনা পিছু লাগে তার। এমন অভিযোগ আছে, তার কোচিং মেথড অনেকটা সেকেলে ধরনের। গুঞ্জন আছে, সেজন্যই জাতীয় দল থেকে তাকে অব্যাহতি দিয়েছে বিসিবি। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সাথে একমত হয়েছেন সিডন্স।

ক্রিকেট সংশ্লিষ্টরা ধারণা করছেন, নিক পোথাসকে জাতীয় দলের সহকারী কোচ করায় জেমি সিডন্স সেখান থেকে বেরিয়ে আসলেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।