Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে মুখ খুললেন ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অনম বিশ্বাস পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। ছবিতে মিসির আলি চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। তবে ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

ছবিটিতে অভিনয় করার জন্য ওই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তবে পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল শবনম ফারিয়ার। পুরস্কার ঘোষণার আগের দিন রাত অবধি নানা মাধ্যমে পুরস্কার পাওয়া বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষমেশ সেটি হয়নি।

তার বদলে ‘মেঘকন্যা’ সিনেমার জন্য পুরস্কার পান অভিনেত্রী সুচরিতা। ২০১৯ সালে দেওয়া হয় সেই পুরস্কার। বিষয়টি নিয়ে এত দিন পরে মুখ খুলেছেন শবনম ফারিয়া।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম!’

তিনি যোগ করে আরও বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই। কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।’

২০১৮ সালের সেই পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছিলেন সুচরিতা। তিনি ‘মেঘকন্যা’য় অভিনয় করে এটি পান। অন্যদিকে দেবী চলচ্চিত্রটি ছিল ফারিয়ার প্রথম ছবি। সরকারি অনুদানের এ ছবিটির প্রযোজক জয়া আহসান।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল কারাগারে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে মুখ খুললেন ফারিয়া

প্রকাশের সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অনম বিশ্বাস পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। ছবিতে মিসির আলি চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। তবে ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।

ছবিটিতে অভিনয় করার জন্য ওই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তবে পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল শবনম ফারিয়ার। পুরস্কার ঘোষণার আগের দিন রাত অবধি নানা মাধ্যমে পুরস্কার পাওয়া বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষমেশ সেটি হয়নি।

তার বদলে ‘মেঘকন্যা’ সিনেমার জন্য পুরস্কার পান অভিনেত্রী সুচরিতা। ২০১৯ সালে দেওয়া হয় সেই পুরস্কার। বিষয়টি নিয়ে এত দিন পরে মুখ খুলেছেন শবনম ফারিয়া।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম!’

তিনি যোগ করে আরও বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই। কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।’

২০১৮ সালের সেই পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছিলেন সুচরিতা। তিনি ‘মেঘকন্যা’য় অভিনয় করে এটি পান। অন্যদিকে দেবী চলচ্চিত্রটি ছিল ফারিয়ার প্রথম ছবি। সরকারি অনুদানের এ ছবিটির প্রযোজক জয়া আহসান।