Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট বিলুপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফকে ছুরিকাহত করার পর এই সিদ্ধান্ত এলো।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি গত ২৩ আগস্ট বিলুপ্ত করা হলো। শিগগিরই সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং মহাসচিব এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ওই আইনজীবীর ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কয়েকজন নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছায়। তিনি সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বজায় রখার জন্য যে কোন বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের নির্দেশনা দেন। সে অনুযায়ী কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দু’জন আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া আইনজীবী আশরাফকে ছুরিকাহত করার ঘটনায় জড়িত থাকায় ফোরামের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মো. কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাওয়া হলে ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বজায় রাখার জন্য আমরা সর্বদা সচেষ্ট। ব্যক্তিস্বার্থে সংগঠনের কেউ অপেশাদার সুলভ আচরণ করলে, বিশৃঙ্খলা তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে একজনকে বহিষ্কারের পাশাপাশি আরও কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২৬ জানুয়ারি বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবদুল জাব্বার ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের ২৫১ জন আইনজীবী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট বিলুপ্তি ঘোষণা

প্রকাশের সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফকে ছুরিকাহত করার পর এই সিদ্ধান্ত এলো।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি গত ২৩ আগস্ট বিলুপ্ত করা হলো। শিগগিরই সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং মহাসচিব এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ওই আইনজীবীর ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কয়েকজন নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছায়। তিনি সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বজায় রখার জন্য যে কোন বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের নির্দেশনা দেন। সে অনুযায়ী কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দু’জন আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া আইনজীবী আশরাফকে ছুরিকাহত করার ঘটনায় জড়িত থাকায় ফোরামের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মো. কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাওয়া হলে ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বজায় রাখার জন্য আমরা সর্বদা সচেষ্ট। ব্যক্তিস্বার্থে সংগঠনের কেউ অপেশাদার সুলভ আচরণ করলে, বিশৃঙ্খলা তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে একজনকে বহিষ্কারের পাশাপাশি আরও কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২৬ জানুয়ারি বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবদুল জাব্বার ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের ২৫১ জন আইনজীবী।