নিজস্ব প্রতিবেদক :
ভোটারদের নিরপদে ভোটদান প্রসঙ্গে জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধেই গিয়েছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান দৃঢ় রয়েছে। এ অগ্নিসন্ত্রাসকে পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তারাই বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায়।
স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই জানিয়ে হাছান মাহমুদ বলেছেন, তদের সরিয়ে দেয়া সম্ভব হবে না। স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেই জিতে আসতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, শরিক দলকে যে ৭টি আসন দেওয়া হয়েছে তা তাদের যোগ্যতা বিচার করে দেওয়া হয়েছে। আর যাদের দেওয়া হয়নি ভোটের মাঠে তাদের অবস্থা ভালো নয় বলে দেওয়া হয়নি। তবে যেসব আসন শরিক দল রয়েছে সেখানে স্বতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করে আসছে। তারা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। তারা আলাদা নির্বাচন করতে চাচ্ছে। তাদের সঙ্গেও সমঝোতা হবে।
শরিকদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, শরিকদের সঙ্গে বৈঠক হয়েছে, সিদ্ধান্তের অগ্রগতি হয়েছে। যারা যোগ্য তাদের আসন দেয়া হয়েছে। জাতীয় পার্টিও দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করছে। তাদের সঙ্গেও আলাপ চলছে। এক্ষেত্রে ১৪ দলসহ জাতীয় পার্টির সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা সাপেক্ষে কৌশলগত সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ।
সাংবাদিকদের বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর অনুদানের ১০ কোটি টাকার সুযোগ-সুবিধা সব সাংবাদিকই পাবেন। তবে সংবাদ না করে সাংবাদিক পরিচয় দেয়াটা সাংবাদিকতার পূর্ণতা প্রকাশ পায় না।