নিজস্ব প্রতিবেদক :
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ্য তৈরি। এটি আমাদের মোকাবেলা করতে হবে। জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের জন্য প্রায় ৩০ বিলিয়ন ডলার অর্থায়ন প্রয়োজন । অথচ আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন ডলার তুলতেই কঠিন হয়ে পড়ে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব তৈরি দুর্যোগও বেশি হয়। জলবায়ু অর্থায়নে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার কিংবা যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা আসছে না। দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার। সামনে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করা হবে।
তিনি বলেন, ক্লাইমেট নিয়ে আমরা অনেক কথা বলি। কিন্তু কাজ কম করি। অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে তা রক্ষা করে না। দুর্যোগে মোকাবিলায় জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণই মোকাবিলায় এগিয়ে আসে। স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। বাংলাদেশ কিন্তু এদিক থেকে প্রথম কাতারে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশ এর মধ্যে প্রথম কাতারে। এটা আমাদের কাজে লাগাতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের সতর্ক করতে হবে। জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোটবেলা থেকে সচেতন করতে হবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে কথাবার্তা বলি, কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে, এটি যদি সঠিকভাবে না করি, তাহলে ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পটুয়াখালী ও পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি।
তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের লোক থাকে, দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ্যাপ হলো সিরিয়াসনেসের অভাব।
অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয়, জলবায়ু সংকট মোকাবিলা করা যাবে না। বিজ্ঞানী, পলিসি মেকার, প্রতিষ্ঠান, অর্থের সংস্থা আর সবচেয়ে জরুরি হলো জনগণ। জনগণ সবার আগে এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের লোক ঢাকা থেকে যাবে, টিএনও লোক পাঠাবে এগুলোর আগে জনগণ পৌঁছে যাবে।
তিনি বলেন, মানুষের তৈরি দুর্যোগ বাংলাদেশের কম না আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবিলা করতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদের।