স্পোর্টস ডেস্ক :
দুর্দান্ত একটি বছর কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল সংখ্যায় সবার শীর্ষে থেকেই বছর শেষ করছেন এই পর্তুগিজ তারকা। কিংবদন্তি বলেই হয়তো এটি করতে পেরেছেন রোনালদো। চলতি বছর ৫৪টি গোল করেছেন তিনি। বছরের শেষ ম্যাচেও গোল পেয়েছেন আল নাসর তারকা।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগের খেলায় কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল তাউনের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ইনজুরি সময়ে গোল করেছেন রোনালদো। ৫ গোলের এই রোমাঞ্চকর লড়াইয়ে ৪-১ গোলে জিতেছে তার দল আল নাসর। রোনালদো ছাড়া আল নাসরের হয়ে গোল করেছেন মার্সেলো ব্রোজোভিক, আইমেরিক লাপর্তে ও ওটাভিয়া।
বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে বছর শেষ করছেন ৫২ গোল নিয়ে। ম্যানচেস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার আরালিং হালান্ড করেছেন ৫০ গোল। ক্লাব ও দেশের হয়ে ৫৯ ম্যাচে ৫৪ গোল করে সবার ওপরে থেকেই বছর শেষ করছেন রোনালদো।
ক্যারিয়ারে এক বছরে এর চেয়ে বেশি গোল সবশেষ তিনি করেছেন ২০১৬ সালে। সেবার ৫৫ গোল করেছিলেন তিনি।এর আগে ২০১৫ সালেও এক পঞ্জিকাবর্ষে গোটা বিশ্বে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েছিলেন তিনি। সব মিলিয়ে এই নিয়ে পাঁচ বার গোলের চূড়ায় থেকে বছর শেষ করলেন রোনালদো। ২০১১, ২০১৩ ও ২০১৪ সালেও শীর্ষে ছিলেন তিনি ।
এমন কীর্তির পর রোনালদো ইঙ্গিত দেন সহসাই তিনি থামছেন না। সেই বার্তাও ম্যাচ শেষে ছোট্ট করে দিয়ে রাখলেন। সামাজিক মাধ্যমে রোনালদো লিখেন, ’৫৪ – আমিই বলব শেষ কখন হবে! ধন্যবাদ, দল।’
আন নাসরের বিপক্ষে খেলতে নেমে অ্যাসকার্ফ মাহদিইয়ের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আল তাউন। সেখান থেকে ম্যাচের ২৬ মিনিটে সমতায় ফিরে একে একে আর তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় রোনালদোর সতীর্থরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আল নাসর। ১৩ মিনিটে গোল করে আল তাউনকে এগিয়ে দেন আশরাফ এল মাহদিওইয়ে। ২৬ তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে সমতায় ফেরে নাসের। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির একে একে আয়মারিক লাপোর্তে, ওতাভিও ও রোনালদো গোল করলে বড় জয় নিশ্চিত হয় নাসেরের।
গোলের জন্য রোনালদোকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৯২ তম মিনিট পর্যন্ত। হেড থেকে লীগে নিজের ২০তম গোলটি করেন রোনালদো। যদিও এর আগে গোলের একটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন এই পর্তুগিজ মহতারকা। ৫৫ মিনিটে সতীর্থের বাড়ানো লং বলে ডি-বক্সে ঢুকে রোনালদো গোলরক্ষককে একা পেয়েও যে জোরাল শট নেন, তা গোলপোস্টের ওপর দিয়ে যায়।
সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে নেইমার জুনিয়রের ক্লাব আল হিলাল।