Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়সওয়াল ও গিলের ব্যাটে ভারতের সিরিজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা জয়ের সাতদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে বড় ধাক্কা খায় ভারত। স্বাগতিক জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে এরপর টানা তিন ম্যাচ জয়ে সিরজ নিজেদের করে নিয়েছে শুভমান গিলরা। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়ায় জয়সওয়াল-গিলের দুর্দান্ত জুটিতে ১০ উইকেটের জয় পায় ভারত।

এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক গিল। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান তুলে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। মারুমানিকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিষেক শর্মা। ৩১ বলে ৩২ রান করেন মারুমানি। এরপর শিবম দুবের শিকার হয়ে ফেরেন ওয়েসলি মাধেভারে। ২৪ বলে ৪টি চারের সাহায্যে ২৫ রান করেন তিনি।

এরপর ইনিংস বড় হয়নি ব্রায়ান বেনেট (৯) ও জোনাথন ক্যাম্পবেলের (৩)। একাকী লড়াই করেছেন অধিনায়ক সিকান্দার রাজা। ডিওন মায়ার্সকে সাথে নিয়ে মাত্র ২৪ বলে ৪৫ রানের জুটি গড়েন তিনি। যার সিংহভাগ রানই রাজার নিজের। ১৯তম ওভারে তুষার দেশপান্ডের শিকার হওয়ার আগে ২৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন রাজা। মায়ার্স ১৩ বলে করেন মাত্র ১২ রান, তাতে জিম্বাবুয়ে থামে ৭ উইকেটে ১৫২ রানে।

জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। ইনিংসের প্রথম থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন যশস্বী জসওয়াল। এই রানের ফোয়ারা ছুটেছে পুরো ইনিংসজুড়ে। গিল অবশ্য কিছুটা রয়েসয়ে ব্যাট করেছেন। তবুও পাওয়ার প্লেতেই ৬১ রান তোলেন তারা। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলছেন তারা দুইজন।

৭ম ওভারে ব্যক্তিগত ২৯ বলে ফিফটি তুলে নেন জসওয়াল। এরপর জসওয়াল এগিয়েছেন, তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। ফারাজ আকরামের করা ইনিংসের ১০ম ওভারে ১৯ রান তোলেন ভারতের দুই ওপেনার। ১৫তম ওভারে ব্যক্তিগত ৩৫ রানে ফিফটির দেখা পান গিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তারা। গিল অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৮ রান করে এবং জসওয়াল অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯৩ রান করে।

১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে শুবমান গিলের দল।

এই জয়ে সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ায় পরের ম্যাচটি দুই দলের শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। রোববার (১৪ জুলাই) নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না : প্রেস সচিব

জয়সওয়াল ও গিলের ব্যাটে ভারতের সিরিজ জয়

প্রকাশের সময় : ১০:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা জয়ের সাতদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে বড় ধাক্কা খায় ভারত। স্বাগতিক জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে এরপর টানা তিন ম্যাচ জয়ে সিরজ নিজেদের করে নিয়েছে শুভমান গিলরা। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়ায় জয়সওয়াল-গিলের দুর্দান্ত জুটিতে ১০ উইকেটের জয় পায় ভারত।

এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক গিল। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান তুলে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। মারুমানিকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিষেক শর্মা। ৩১ বলে ৩২ রান করেন মারুমানি। এরপর শিবম দুবের শিকার হয়ে ফেরেন ওয়েসলি মাধেভারে। ২৪ বলে ৪টি চারের সাহায্যে ২৫ রান করেন তিনি।

এরপর ইনিংস বড় হয়নি ব্রায়ান বেনেট (৯) ও জোনাথন ক্যাম্পবেলের (৩)। একাকী লড়াই করেছেন অধিনায়ক সিকান্দার রাজা। ডিওন মায়ার্সকে সাথে নিয়ে মাত্র ২৪ বলে ৪৫ রানের জুটি গড়েন তিনি। যার সিংহভাগ রানই রাজার নিজের। ১৯তম ওভারে তুষার দেশপান্ডের শিকার হওয়ার আগে ২৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন রাজা। মায়ার্স ১৩ বলে করেন মাত্র ১২ রান, তাতে জিম্বাবুয়ে থামে ৭ উইকেটে ১৫২ রানে।

জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। ইনিংসের প্রথম থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন যশস্বী জসওয়াল। এই রানের ফোয়ারা ছুটেছে পুরো ইনিংসজুড়ে। গিল অবশ্য কিছুটা রয়েসয়ে ব্যাট করেছেন। তবুও পাওয়ার প্লেতেই ৬১ রান তোলেন তারা। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলছেন তারা দুইজন।

৭ম ওভারে ব্যক্তিগত ২৯ বলে ফিফটি তুলে নেন জসওয়াল। এরপর জসওয়াল এগিয়েছেন, তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। ফারাজ আকরামের করা ইনিংসের ১০ম ওভারে ১৯ রান তোলেন ভারতের দুই ওপেনার। ১৫তম ওভারে ব্যক্তিগত ৩৫ রানে ফিফটির দেখা পান গিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তারা। গিল অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৮ রান করে এবং জসওয়াল অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯৩ রান করে।

১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে শুবমান গিলের দল।

এই জয়ে সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ায় পরের ম্যাচটি দুই দলের শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। রোববার (১৪ জুলাই) নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে।