জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একই রেস্তোরাঁর আরেক শ্রমিককে আটক করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকালে নতুনহাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
ওসি নুর আলম সিদ্দিক জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস হোটেলের শ্রমিক ছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ পরটা ভাজা নিয়ে শাহিনের সঙ্গে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরটা ভাজা লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে আটক করেছে।
 
																			 
										 জয়পুরহাট জেলা প্রতিনিধি
																জয়পুরহাট জেলা প্রতিনিধি								 













