Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২০

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

বেলা দেড়টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের মধ্যে ১০ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন বাকি দশজন হলেন- পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০), নাকুরগাছি গ্রামের মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০), সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩), ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬), কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪), কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬) ও এমরান হোসেন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌমিক পরিবহনের একটি বাস দ্রুতগতিতে পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে হিলি থেকে ছেড়ে আসা লোকাল আরেকটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বনখুর এলাকায় সৌমিক পরিবহনের বাসটি অপর বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষিণকভাবে স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার তৎপরতা চালায়।

আহত যাত্রী মীর শহিদ ও হালিমা বেগম বলেন, হিলি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি পাঁচবিবি এসে দাঁড়ায়। সেখানে আমরা ৮-৯ জন যাত্রী বাসে উঠছিলাম। বাসটিতে আগে থেকে আরও ১০-১২ জন যাত্রী ছিল। বনখুর এলাকায় জয়পুরহাটের দিক থেকে আসা সৌমিক পরিবহনের বাসটি আমাদের বাসটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আমরা দ্রুত জানালা দিয়ে বেরিয়ে এসেছি। আমরা সবাই কম-বেশি আহত হয়েছি।

ওসি বলেন, এবি পরিবহনের একটি বাস হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাস টার্মিনালে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে গেলে ১৯ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২০

প্রকাশের সময় : ০৯:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

বেলা দেড়টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের মধ্যে ১০ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন বাকি দশজন হলেন- পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০), নাকুরগাছি গ্রামের মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০), সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩), ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬), কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪), কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬) ও এমরান হোসেন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌমিক পরিবহনের একটি বাস দ্রুতগতিতে পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে হিলি থেকে ছেড়ে আসা লোকাল আরেকটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বনখুর এলাকায় সৌমিক পরিবহনের বাসটি অপর বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষিণকভাবে স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার তৎপরতা চালায়।

আহত যাত্রী মীর শহিদ ও হালিমা বেগম বলেন, হিলি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি পাঁচবিবি এসে দাঁড়ায়। সেখানে আমরা ৮-৯ জন যাত্রী বাসে উঠছিলাম। বাসটিতে আগে থেকে আরও ১০-১২ জন যাত্রী ছিল। বনখুর এলাকায় জয়পুরহাটের দিক থেকে আসা সৌমিক পরিবহনের বাসটি আমাদের বাসটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আমরা দ্রুত জানালা দিয়ে বেরিয়ে এসেছি। আমরা সবাই কম-বেশি আহত হয়েছি।

ওসি বলেন, এবি পরিবহনের একটি বাস হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাস টার্মিনালে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে গেলে ১৯ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।