জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের স্টেডিয়াম এলাকা থেকে কিশোর গ্যাংয়ের লিডার সোহানসহ ৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।
গ্রেফতারকৃতরা হলেন- মো. তাজমির হোসেন সোহান (২৪), মো. সাকিব খান রাতুল (২৩), মো. আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কুমার (২১), মো. আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), জয় মহন্ত (২২), পিপাস মোল্লা (২৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (২২ মার্চ) দুপুরে অভিযান চালায় জয়পুরহাট র্যাব। এদের উচ্ছৃঙ্খল আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত না। এমন পরিস্থিতিতে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে জয়পুরহাট শহরের স্টেডিয়াম এলাকা থেকে অভিযান চালিয়ে ‘জানু গ্রুপ’ কিশোর গ্যাংয়ের আটজন সদস্যকে আটক করেছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি 
























