জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে শিশু, যুবক, বৃদ্ধ ও নারীসহ দুই গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের বাগইল ও তালোড়া বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদরা হলেন- বাগইল গ্রামের মকবুল হোসেন (৬৫), সুজাউল ইসলাম (২৫), আক্কাস আলী (৪৩), শ্যামলী আক্তার (২৩), মুর্শিদা খাতুন (৩২), তোফায়েল (৮), সুমন (৭), তালোড়া বাইগুনি গ্রামের মোতালেব হোসেন (৪৯), জাহাঙ্গীর আলম (৪৬), সুকুর আলী (৩৪), সুজেল চন্দ্র (৩৯), হরেন মালী (৫৬)। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগইল গ্রামের শিয়ালের কামড়ে আহত শ্যামলী আক্তারের স্বামী জানান, বুধবার রাতে একটি শিয়াল আমাদের গ্রামে যাকে দেখেছে তাকেই কামড় দিয়েছে। এমনকি ঘরের ভেতরে ঢুকেও কামড় দিয়েছে। আমাদের বাড়ির আশেপাশের ১১ জনকে কামড় দিয়েছে শিয়াল। রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিনের জন্য জেলা হাসপাতালে যেতে বলেছে। ঝামেলার জন্য আমরা বাহিরের ফার্মেসী থেকে ভ্যাকসিন কিনে করতেছি।
অন্যদিকে একই ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে শিয়ালের কামড়ে আহত মোতালেব হোসেন জানান, একই রাত সাড়ে ১০টার দিকে আমার ছোট ভাইসহ গ্রামের আরও পাঁচ-ছয়জনকে ওই শিয়াল কামড় দেয়। বর্তমানে এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র জানান, ভ্যাকসিন না থাকায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভ্যাকসিন সংগ্রহের জন্য তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি 
























