Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেনি। ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা আলোচনায় এসেছে, তার সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি

প্রকাশের সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেনি। ‘জনশক্তি’ নামে যে রাজনৈতিক দলের কথা আলোচনায় এসেছে, তার সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।