বিনোদন ডেস্ক :
গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন পপ গায়িকার লিজোর বিরুদ্ধে যৌন হয়রানি ও বর্ণবাদের অভিযোগ উঠেছে। তার সঙ্গে কাজ করা তিনজন ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে তিনি এমন আচরণ করেছেন বলে অভিযোগ। গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিল ট্যুরিং কর্মকর্তা ও তার নৃত্য দলের প্রধান শার্লিন কুইগিলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, মামলায় একজন নৃত্য শিল্পী দাবি করেছিলেন যে ফেব্রুয়ারির শেষের দিকে আমস্টারডামের একটি ক্লাবে একজন নগ্ন অভিনয়শিল্পীকে স্পর্শ করার জন্য তাকে জোর করা হয়। বর্তমানে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি চলছে।
ওই অভিযোগকারী তিন জনের নাম আরিয়ানা ডেভিস, ক্রিস্টাল উইলিয়ামস ও নোয়েল রদ্রিগেজ। এন্টারটেইনমেন্ট টুনাইটের তথ্য অনুসারে, ২০২১ সালে যখন আরিয়ানা ও ক্রিস্টাল গায়িকার রিয়েলিটি শো ‘ওয়াচ আউটে’কাজ করেছিলেন। তখন লিজোর কোম্পানি দুজনকে বরখাস্ত করে দেয়। এরপর নোয়েল ২০২২ সালে রিউমারস অ্যালবামের মিউজিক ভিডিওর জন্য লিজ্জোর সঙ্গে কাজ করতে গেলে তিনিও পরবর্তীকালে সহকর্মীদের হয়রানি দেখে পদত্যাগ করেন। মামলায় তিনজন নারী শার্লিন কুইগলিকে অভিযুক্ত করেছেন। মামলার অভিযোগে বলা হয় তিনি তাদের সঙ্গে ক্রমাগত যৌন হয়রানির চেষ্টা করেছেন।
নৃত্যশিল্পীরা আরও দাবি করেন যে লিজো সেই সমস্ত ক্লাবগুলোতে অভিনয় শিল্পীদের নগ্ন করিয়ে তাদের দিয়ে নগ্ন শুটিং করাতেও বাধ্য করেন। আর তা করতে অপরাগতা প্রকাশ করায় তাদের বেত্রাঘাত করা হয়।
আরিয়ানা ডেভিস, ক্রিস্টাল উইলিয়ামস ও নোয়েল রদ্রিগেজের দায়ের করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে লিঙ্গ, ধর্ম, জাতি ও অক্ষমতার ভিত্তিতে হয়রানি।
একটি বিবৃতিতে অভিযোগকারীরা জানান, লিজো ও তার ম্যানেজমেন্ট টিম তাদের পারফরমারদের সঙ্গে যেভাবে আচরণ করে, তা কেবল শুধুই বেআইনি নয় বরং হতাশাজনক। এমনকি মিসেস কুইগলি নৃত্য শিল্পীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসের বশ্যতা দিয়ে হয়রানি করতেন।
																			
										
																বিনোদন ডেস্ক								 
























