Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৩০৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান বলেন, সাঙ্কু পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসা নিচ্ছিলেন। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাঙ্কু পাঞ্জার স্ত্রী শাহানা আক্তার গণমাধ্যমে বলেন, উনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ২৪ মে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করি। গত দুদিন শরীর খারাপের দিকে যাচ্ছিল। তিনটা থেকে সাড়ে তিনটার ভেতর তার মৃত্যুর খবর জানান কর্তব্যরত চিকিৎসকেরা।

হাসপাতাল থেকে তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুমাবাদে তার শ্বশুরবাড়িতে নেওয়া হবে। শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। জন্মসূত্রে সাঙ্কু পাঞ্জার গ্রামের বাড়ি চাঁদপুরে।

শোক প্রকাশ করে সনি রহমান বলেন, “সাঙ্কু পাঞ্জা ভাইয়ের দুই মেয়ে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি। সাঙ্কু পাঞ্জা ভাইয়ের চলে যাওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত।”

সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন সাংকো পাঞ্জা। সেসময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত কাজ করতে পারতেন না তিনি। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল সাংকোর পরিবার। চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে ৫ লাখ টাকাও পেয়েছিলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই

প্রকাশের সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান বলেন, সাঙ্কু পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসা নিচ্ছিলেন। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাঙ্কু পাঞ্জার স্ত্রী শাহানা আক্তার গণমাধ্যমে বলেন, উনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ২৪ মে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করি। গত দুদিন শরীর খারাপের দিকে যাচ্ছিল। তিনটা থেকে সাড়ে তিনটার ভেতর তার মৃত্যুর খবর জানান কর্তব্যরত চিকিৎসকেরা।

হাসপাতাল থেকে তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুমাবাদে তার শ্বশুরবাড়িতে নেওয়া হবে। শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। জন্মসূত্রে সাঙ্কু পাঞ্জার গ্রামের বাড়ি চাঁদপুরে।

শোক প্রকাশ করে সনি রহমান বলেন, “সাঙ্কু পাঞ্জা ভাইয়ের দুই মেয়ে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি। সাঙ্কু পাঞ্জা ভাইয়ের চলে যাওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত।”

সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন সাংকো পাঞ্জা। সেসময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত কাজ করতে পারতেন না তিনি। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল সাংকোর পরিবার। চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে ৫ লাখ টাকাও পেয়েছিলেন তিনি।