Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ ৭ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। তারা ৭ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকে নির্বাচন বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে ও রাজপথে থাকব।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা ও রিপোর্টার্স ইউনিটির সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

জয়নাল আবদিন ফারুক বলেন, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই। আর এক দলীয় শাসনব্যবস্থা কায়াম করে গণতন্ত্র ও ভোটাধিকারকে নিশ্চিহ্ন করার জন্য এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নাটক মঞ্চস্থ করছে।

তিনি বলেন, গত কয়েকদিনের লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। ৭ই জানুয়ারি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের ভিতরে জন্মেছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই ৭ তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে আমরা রাজপথে আছি এবং থাকবো।

ফারুক বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কী বলছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না এবং করবে না। বর্জন করবে। আর সংবিধান মানুষ ও দেশের জনগণের জন্য। সেই সংবিধান পরিবর্তন করা যায় এবং পরিবর্ধনও করা যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্চর, মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন আশিক প্রমুখ।

আবহাওয়া

আ.লীগ কর্মীদের প্রবেশ, দুধে ধোয়া হলো বিএনপির অফিস

জনগণ ৭ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে না : ফারুক

প্রকাশের সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। তারা ৭ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকে নির্বাচন বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে ও রাজপথে থাকব।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা ও রিপোর্টার্স ইউনিটির সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

জয়নাল আবদিন ফারুক বলেন, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই। আর এক দলীয় শাসনব্যবস্থা কায়াম করে গণতন্ত্র ও ভোটাধিকারকে নিশ্চিহ্ন করার জন্য এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নাটক মঞ্চস্থ করছে।

তিনি বলেন, গত কয়েকদিনের লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। ৭ই জানুয়ারি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের ভিতরে জন্মেছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই ৭ তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে আমরা রাজপথে আছি এবং থাকবো।

ফারুক বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কী বলছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না এবং করবে না। বর্জন করবে। আর সংবিধান মানুষ ও দেশের জনগণের জন্য। সেই সংবিধান পরিবর্তন করা যায় এবং পরিবর্ধনও করা যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্চর, মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন আশিক প্রমুখ।