নিজস্ব প্রতিবেদক :
জনগণ এই সরকারকে পছন্দ করে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সবাই তো বলেছে- নির্বাচন সুষ্ঠু হয় নাই। কাজেই টিআইবি যা বলেছে, সেটি জনমতের প্রতিফলন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা (বিএনপি) যা বলেছি সেটাও জনমতের প্রতিফলন। ফলে যদি আমাদের (টিআইবি ও বিএনপি) কথা মিলে যায় সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না, এটা সত্য বলার জন্য। যারা এসব অন্যায়-অনাচার-জুলুম-নির্যাতন-নিপীড়ন এবং ভোটচুরির সমালোচনা করে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্র মেরে ফেলা হয়েছে। সেটাকে পুনরুজ্জীবিত করার যে লড়াই চলছে।
সরকারের মন্তব্যের সমালোচনা এবং নির্বাচন নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া অভিমতকে সাধুবাদ জানান বিএনপির এ নেতা। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনার আগামী আন্দোলন কর্মসূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠিত নির্বাচন নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া অভিমতে সাধুবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ন্যায্য কথায়, বাংলাদেশের গণমানুষের পক্ষে যে বলবে তাদের ধন্যবাদ জানাই। আমরা যা বলি সেটা গুরুত্বপূর্ণ, জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ। জনগণ এই সরকারের স্বৈরশাসন পছন্দ করে না, জনগণ এই সরকার যে অন্যায়ভাবে আমাদের নেতাদের গ্রেফতার করে রেখেছেৃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছেৃ আমরা এর নিন্দা জানাই। যারা এসব অন্যায়-অনাচার-জুলুম-নির্যাতন-নিপীড়ন এবং ভোট চুরির সমালোচনা করে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।
নজরুল ইসলাম খান বলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলে সেই গণতন্ত্র আবার মেরে ফেলা হয়েছেৃ সেটাকে পুনরুজ্জীবিত করার যে লড়াই এই লড়াই চলছে এবং এই লড়াইয়ের যে বিভিন্ন কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হয়। এরপরেও যে কর্মসূচি সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
নজরুল ইসলাম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নষ্ট করা হচ্ছে। তার দেওয়া গণতন্ত্র আজ নেই। সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার লড়াই চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আজকের প্রতিশ্রুতি হলো- যত দ্রুত সম্ভব লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করছি আজ। আমাদের উপলদ্ধি করতে হবে- এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। এদেশের গণতন্ত্র আজ মৃত। এটা শুধু আমাদের কথা নয়, বাংলাদেশের মানুষের কথা নয়, এ কথা বিশ্বের মানবাধিকার, গণতন্ত্রকামী সকল দেশ ও প্রতিষ্ঠান বলেছে; বাংলাদেশ আজ এক দলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কোনো মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই।
অভিযোগ করে তিনি বলেন, হাড়ভাঙা পরিশ্রম করে এ দেশের মানুষ উপার্জন করে ট্যাক্স দেয়, তবু তাদের মাথার ওপরে ৩০ হাজার কোটি টাকার ঋণ থেকে যায়। আজকের সরকার তেভাগা আন্দোলনের নামে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।