Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারি পালিয়েছে, তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

নরসিংদী জেলা প্রতিনিধি : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারি পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রিয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মুল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে।বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে।

তারেক রহমান বলেন, সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, আরও আছে। এটি গণতন্ত্র ও স্বাধীনতা সাবভৌমত্বের পক্ষের একটি যুদ্ধ। এ যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা সেই দলের কর্মী, যে দলের নেতা এদেশের স্বাধীনতার জন্য ডাক দিয়ে ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যখন দায়িত্ব পেয়েছেন তখন কুদাল হাতে খাল খননের মাধ্যমে এ দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগে পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছে, বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষ অধিকার ফিরিয়ে দেওয়া। এ দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগনের কথা বলবে। তাদের কথা চিন্তা করবে ও দেশকে নিয়ে ভাববে। এ রকম কেউ যদি দেশ পরিচালনা দায়িত্ব নেয়, তবে দেশের স্বার্থ জনগনের স্বার্থ নিরাপদ থাকবে।’

নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালার নরসিংদীতে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনুজর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাররা বক্তব্য রাখবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোববারের বৈঠকে দাবি না মানলে ফের ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি মালিক-শ্রমিকদের

জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারি পালিয়েছে, তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

প্রকাশের সময় : ০৯:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

নরসিংদী জেলা প্রতিনিধি : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারি পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রিয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মুল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে।বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে।

তারেক রহমান বলেন, সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, আরও আছে। এটি গণতন্ত্র ও স্বাধীনতা সাবভৌমত্বের পক্ষের একটি যুদ্ধ। এ যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা সেই দলের কর্মী, যে দলের নেতা এদেশের স্বাধীনতার জন্য ডাক দিয়ে ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যখন দায়িত্ব পেয়েছেন তখন কুদাল হাতে খাল খননের মাধ্যমে এ দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগে পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছে, বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষ অধিকার ফিরিয়ে দেওয়া। এ দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগনের কথা বলবে। তাদের কথা চিন্তা করবে ও দেশকে নিয়ে ভাববে। এ রকম কেউ যদি দেশ পরিচালনা দায়িত্ব নেয়, তবে দেশের স্বার্থ জনগনের স্বার্থ নিরাপদ থাকবে।’

নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালার নরসিংদীতে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনুজর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাররা বক্তব্য রাখবেন।