Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন শেখ হাসিনা : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬ জুলাই’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি দলের সর্বোচ্চ নেতাকে নিয়ে বই লেখার পুরস্কারস্বরূপ বিগত সরকার একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়েছিল। একইভাবে শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকেও রানওয়ের পাশে ফ্ল্যাট ও মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।

১৫ আগস্ট নিয়ে সেলিব্রেটিদের পোস্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, , নানা প্রশংসা করছেন। আসলে তারা তাদের অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন। এবার ১৫ আগস্টে অনেকে বিভিন্ন পোস্ট দিয়েছেন। মহামানব বলে শোক জানিয়েছেন। বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ, বিভিন্ন সেলিব্রেটি, অভিনেতা, অভিনেত্রী। আমার অবাক লাগে পৃথিবীর সবচেয়ে অনুভূতিশীল মানুষ তারা যারা মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকে। কিন্তু পানি লাগবে পানি বলে যে মুগ্ধ গুলি খেতে খেতে বন্ধুর জন্য পানি নিয়ে যাচ্ছে- এটা এসব মানুষের মনকে এতটুকু নাড়া দেয়নি? তারা পোস্ট দিচ্ছে, নানা কথা বলছে। তারা কেন দিচ্ছে সেটা বুঝতে পারছি, তারা হয়তো তাদের অনুভূতির সেই জায়গাটা বিসর্জন দিয়েছে।

ঢাকসুর সাবেক নেতা নুর ও টুকুর কথা তুলে ধরে তিনি বলেন, আমি জেলে ওদের সঙ্গে থেকেছি। আমরা একটু সিনিয়র ছিলাম বলে কিছুটা ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু ওদের গায়ে আঘাত করা হয়েছে। ডাকসুর ভিপি চাট্টিখানি কথা নয়। ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছে ফ্যাসিস্ট সরকার।

রিজভী বলেন, জুলাই বিপ্লবের ভিত্তি তৈরি হয়েছে গত ১৬ বছরের নির্যাতন, পৈশ্বাচিকতা, হত্যার ওপর নির্ভর করে। অসংখ্য তরুণ ছাত্রকে হত্যা, গুম করা, বিচার বহির্ভূত হত্যা—এগুলো ১৬ বছর ধরে ঘটেছে। এগুলো জনসমাজের মধ্যে তীব্র দ্রোহ তৈরি করেছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে জুলাইতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা একটি বইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমিও বিশ্বাস করতাম বইটি মুজিব সাহেব নিজে লিখেছেন। পরে দেখা গেল, এক পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীরা দায়িত্ব পেয়ে সেটি তৈরি করেছেন। এর বিনিময়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, ফ্ল্যাট, প্লট।’

রিজভী অভিযোগ করে বলেন, রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। জনগণের টাকাকে শেখ হাসিনা দলের ও পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ জুলাই গণঅভ্যুত্থান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন শেখ হাসিনা : রিজভী

প্রকাশের সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬ জুলাই’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি দলের সর্বোচ্চ নেতাকে নিয়ে বই লেখার পুরস্কারস্বরূপ বিগত সরকার একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়েছিল। একইভাবে শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকেও রানওয়ের পাশে ফ্ল্যাট ও মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।

১৫ আগস্ট নিয়ে সেলিব্রেটিদের পোস্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, , নানা প্রশংসা করছেন। আসলে তারা তাদের অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন। এবার ১৫ আগস্টে অনেকে বিভিন্ন পোস্ট দিয়েছেন। মহামানব বলে শোক জানিয়েছেন। বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ, বিভিন্ন সেলিব্রেটি, অভিনেতা, অভিনেত্রী। আমার অবাক লাগে পৃথিবীর সবচেয়ে অনুভূতিশীল মানুষ তারা যারা মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকে। কিন্তু পানি লাগবে পানি বলে যে মুগ্ধ গুলি খেতে খেতে বন্ধুর জন্য পানি নিয়ে যাচ্ছে- এটা এসব মানুষের মনকে এতটুকু নাড়া দেয়নি? তারা পোস্ট দিচ্ছে, নানা কথা বলছে। তারা কেন দিচ্ছে সেটা বুঝতে পারছি, তারা হয়তো তাদের অনুভূতির সেই জায়গাটা বিসর্জন দিয়েছে।

ঢাকসুর সাবেক নেতা নুর ও টুকুর কথা তুলে ধরে তিনি বলেন, আমি জেলে ওদের সঙ্গে থেকেছি। আমরা একটু সিনিয়র ছিলাম বলে কিছুটা ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু ওদের গায়ে আঘাত করা হয়েছে। ডাকসুর ভিপি চাট্টিখানি কথা নয়। ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছে ফ্যাসিস্ট সরকার।

রিজভী বলেন, জুলাই বিপ্লবের ভিত্তি তৈরি হয়েছে গত ১৬ বছরের নির্যাতন, পৈশ্বাচিকতা, হত্যার ওপর নির্ভর করে। অসংখ্য তরুণ ছাত্রকে হত্যা, গুম করা, বিচার বহির্ভূত হত্যা—এগুলো ১৬ বছর ধরে ঘটেছে। এগুলো জনসমাজের মধ্যে তীব্র দ্রোহ তৈরি করেছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে জুলাইতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা একটি বইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমিও বিশ্বাস করতাম বইটি মুজিব সাহেব নিজে লিখেছেন। পরে দেখা গেল, এক পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীরা দায়িত্ব পেয়ে সেটি তৈরি করেছেন। এর বিনিময়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, ফ্ল্যাট, প্লট।’

রিজভী অভিযোগ করে বলেন, রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। জনগণের টাকাকে শেখ হাসিনা দলের ও পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ জুলাই গণঅভ্যুত্থান।