Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি। বিষয়টি পরীমণি নিজেই নিশ্চিত করেছেন।

রোববার (২জুন) বিকেলের দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী। পরীর ছেলের কী হয়েছে? এ বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি। পরীমণির এই পোস্ট দেখে তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্তরা।

পরীমণির সব শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘মা’। সিনেমাটি সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মা’ সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। পরী যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

প্রকাশের সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি। বিষয়টি পরীমণি নিজেই নিশ্চিত করেছেন।

রোববার (২জুন) বিকেলের দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী। পরীর ছেলের কী হয়েছে? এ বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি। পরীমণির এই পোস্ট দেখে তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্তরা।

পরীমণির সব শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘মা’। সিনেমাটি সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মা’ সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। পরী যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।